বাংলার মুকুটে নয়া পালক! এবার ফের ভারতসেরা বাংলা
বাংলার মুকুটে নয়া পালক! বিরোধীদের হাজারো প্রশ্নবাণে বিদ্ধ বাংলা আবারও দেশের সেরা। নাগরিকদের অভিযোগ নিরসনে জাতীয় শ্রেষ্ঠ সম্মান পেয়ে গেল বাংলা।
গত বছর, ডিজিটাল প্ল্যাটফর্মে গণ অভিযোগ গ্রহণের ব্যবস্থা ‘ই সমাধান’ চালু করেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রকল্পটির নিয়ন্ত্রণ ও সমাধান করা হয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই। সেই 'ই সমাধান'-এর হাত ধরে এবার দেশের সেরা বাংলা। স্কচ ফাউন্ডেশনের সর্বোচ্চ পুরস্কার প্ল্যাটিনাম অ্যাওয়ার্ড জিতে নিয়েছে বাংলা। শুক্রবার সন্ধ্যায় স্কচ ফাউন্ডেশনের পক্ষ থেকেই দিল্লি থেকে ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম আওয়ার্ড প্রাপ্তির কথা জানানো হয় নবান্নকে।
সব মিলিয়ে দশটি সিলভার, তিনটি গোল্ড আর একটি প্ল্যাটিনাম পুরস্কার দেওয়া হয়েছে স্কচ ফাউন্ডেশনের তরফে। এবছর সারাদেশে থেকে ৪ হাজার মনোনয়ন জমা পড়েছিল।যার মধ্য থেকে বাংলা জিতেছে সর্বোচ্চ সম্মান প্ল্যাটিনাম পুরস্কার জিতেছে বাংলা।
আমাদের দেশে বিভিন্ন সরকারের কাজের ক্ষেত্রে মূল্যায়নের জন্য স্কচ ফাউন্ডেশন-এর পুরস্কারের স্বীকৃতির যথেষ্ট গুরুত্ব রয়েছে। 'ই-সমাধান প্রকল্পের মাধ্যমে কার্যকরী ম্যানেজমেন্ট ও মনিটরিংয়ের মাধ্যমে সুরাহা পেয়েছেন বাংলার বহু মানুষ। যারা অভিযোগ জানিয়েছেন তাঁদের অন্তত ৯৫ শতাংশ ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাই এই প্রকল্পকে ভারতের সেরা প্রকল্প বলে পুরস্কিত করা হয়েছে বলেই জানা গেছে।
এর আগে ২০১৪ সালে আবগারি দফতরের ই-আবগারি ব্যবস্থা স্কচ ফাউন্ডেশনের প্ল্যাটিনাম পুরস্কার পেয়েছিল। এই প্রকল্পের বর্ষপূর্তিতে এই প্রকল্পের হাত ধরে ফের ভারত সেরা বাংলা ফলে স্বাভাবিক ভাবেই খুশি মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊