বিহার জয় নিয়ে আত্মবিশ্বাসী জে ডি ইউ পশ্চিমবঙ্গেও লড়তে চায় ১০০ আসনে
শুভজিৎ দত্তগুপ্ত, সংবাদ একলব্যঃ
বিহার নির্বাচনে আর কয়েক মাস বাকি। করোনার আবহে সম্ভবত বিহারই প্রথম রাজ্যে হবে, যেখানে বিধানসভা নির্বাচন আয়োজিত হতে চলেছে।
করোনার করুণ পরিস্থিতির মধ্যেও প্রবল ভোট দুন্দুভি বেজে উঠেছে। কিন্তু বিজেপি- জে ডি ইউ শিবির যখন নিজের ঘর গোছাতে ব্যস্ত তখন বিরোধী শিবিরে খানিকটা অগোছালো পরিস্থিতিতে। এই পরিস্থিতি তে বিহার জয়নিশ্চিত মনে করছে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জে ডি ইউ। সদ্য দল থেকে বহিস্কৃত ভোট কুশলী প্রশান্ত কিশোরও নানা প্রচেষ্টার পর বিহার ছেড়ে পশ্চিমবঙ্গে নিজের সংস্থার গ্রাহক তৃণমূল কংগ্রেসের সংগঠনের কাজে মনোনিবেশ করেছেন।
কিন্তু বিহারে যেখানে বিজেপি ও জেডিইউ এর মধ্যে সমঝোতার কথা হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে আলাদা ভাবে প্রার্থী দেওয়ার কথা জানিয়েছে জেডিইউ। ফলে আশঙ্কা থেকেই যাচ্ছে যে জেডিইউ-র সঙ্গে সম্ভবত পশ্চিমবঙ্গের মাটিতে একবার বিজেপির সংঘাত হবে।
পশ্চিমবঙ্গের রাজনীতি তে জে ডি ইউ এর এই ধরণের পদক্ষেপ নতুন নয় ,মূলত বিহার থেকে আগত মানুষের ভোটের ওপর নির্ভর করে পশ্চিমবঙ্গে রাজনৈতিক জমি তৈরীর প্রচেষ্টারত জে ডি ইউ বিগত বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা করেছিল বাম -কংগ্রেস জোটের সাথে।
জে ডি ইউ র যুব সংগঠনের সর্বভারতীয় নেতা মহম্মদ নুরুল হুদা নিজের দলের অবস্থান স্পষ্ট করতে গিয়ে জানান , বিজেপি- জে ডি ইউ জোট শুধু মাত্র বিহারে সীমাবদ্ধ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার দল নিজের মতো করে রাজনৈতিক অবস্থান নেবে। তৃণমূলের দুর্নীতি ,ওয়াকফ সম্পত্তি তছরুপ ইত্যাদি অভিযোগ জানিয়ে তারা পশ্চিমবঙ্গে প্রয়োজনে আলাদা মোর্চা গঠনের কথা বিবেচনা করছেন এবং নেতৃত্বের পরামর্শ মতো তাদের ১০০ আসনে প্রার্থী তালিকাও প্ৰস্তুত করেছেন বলে জানান।
পশ্চিমবঙ্গের রাজনীতি তে বড় ফ্যাক্টর না হলেও তৃণমূল- বিজেপির টান টান লড়াইয়ে বিজেপির সহযোগী দল জে ডি ইউ এর এই আলাদা অবস্থান মূলত বিজেপির ভোটব্যাঙ্ক বলে পরিচিত হিন্দি ভাষী ভোটে থাবা বসিয়ে বিজেপির আদৌ কোনো সমস্যা সৃষ্টি করতে পারে কিনা তার প্রতীক্ষায় আছেন রাজনৈতিক বিশ্লেষক মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊