হাতির হানায় ভাঙল বাড়ি,শাটার ভেঙে সাবাড় চাল ডাল


SER-23,বাঁকুড়া, ২৫ আগস্ট:  জঙ্গল মহলের হাতির হানার ঘটনা নতুন কিছু নয়, এ যেন নিত্য দিনের সঙ্গী । সেইমতো বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিও বাদ পড়েনি এর থেকে ।

বেশ কয়েক মাস ধরেই ধারাবাহিক ভাবে  হাতির তান্ডব চলছে গঙ্গাজলঘাঁটির বিভিন্ন অঞ্চলে। ফের গতকাল রাত্রে একটি হাতির দল তান্ডব চালায় গঙ্গাজল ঘাঁটির বাঁকদহ ও জামগাড়ি


গ্রামে । দুই গ্রামে হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হল বেশ কিছু বাড়ি, এবং দোকানপাট। দোকানের শাটার ভেঙে চাল ডাল  সাবাড় করে চম্পট দেয় হাতির দলটি ।

 প্রতিটি মুহূর্তই এখন হাতির আতঙ্কে কাটছে জামগাড়ি ও বাঁকদহ গ্রামের বাসিন্দাদের। 

বন দফতরের তরফে বিষয়টি ক্ষতিয়ে দেখার আশ্বাস মিললেও , কবে মিলবে এর সুরাহা এখন সেদিকেই তাকিয়ে বাঁকদহ ও জামগাড়ির বাসিন্দাদের।