সুজাতা ঘোষ ,বাগডোগরা :

মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা (MGNREGA) প্রকল্পের অন্তর্ভুক্ত বিভিন্ন কাজের পরিদর্শন করতে গতকাল লোয়ার বাগডোগরায় এসেছিলেন দার্জিলিং জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট শ্রী এস পুনামবালাম, ডিস্ট্রিক্ট নোডাল অফিসার শ্রী প্রেমা সেরপা এবং ব্লক ডেভলপমেন্ট অফিসার শ্রী বাপি ধর।


এদিন তারা এই লোয়ার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জব কার্ড হোল্ডারদের সঙ্গে কথা বলেন এবং এই প্রকল্পের বিভিন্ন কাজ যেমন কৃষি কাজের সুবিধা জন্য মাটি খুঁড়ে নালা তৈরি করা,নদীতে মাটির বাঁধ দেওয়া , হাতি যাতে এলাকায় ঢুকতে না পারে সেদিকে লক্ষ্য রেখে মাটি খুঁড়ে চ্যানেল তৈরি করা ; এমনকি স্বনির্ভর গোষ্ঠীগুলো যে সমস্ত গাছ লাগিয়েছিলেন সেগুলো ঠিকঠাক আছে কিনা সমস্তটা ভালোভাবে পরিদর্শন করেন এবং তাদের কাজ দেখে উচ্চপদস্থ অফিসাররা খুশি হন এবং তাদের উৎসাহ প্রদান করেন।


এদিন বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের ইঞ্জিনিয়ার অরূপ চৌধুরী জানান - 'আমরা প্রথম থেকেই চেষ্টা করেছি ভালোমতো এই প্রকল্পের কাজগুলো সম্পন্ন করতে , পরবর্তীতে আমাদের চেষ্টা থাকবে আরো ভালোভাবে কাজ করার'