পৈতৃক সম্পত্তিতে কন্যাসন্তানের অধিকার নিয়ে যুগান্তকারী রায় সুপ্রিমকোর্টের
ঐতিহাসিক! সম্পত্তির অধিকার নিয়ে বড় সিদ্ধান্ত শোনালো সুপ্রিমকোর্ট। মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে, বাবার সম্পত্তিতে অধিকার আছে মেয়েদের। বাবা অথবা মা মারা গেলে মেয়েরা সম্পত্তির সমান অধিকার পাবে। হিন্দু উত্তরাধিকার সংশোধিত আইন ২০০৫ (Hindu Succession Amendment Act, 2005) অনুযায়ী, কার্যকর হওয়ার আগে বাবা-মা মারা গেলেও মেয়ে সমান সম্পত্তির অধিকারের অধিকারী। এমনটাই জানালো শীর্ষ আদালত। আরও পড়ুনঃ কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট? কীভাবে পাবেন সার্টিফায়েড কপি ?
BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন
বিচারপতি অরুণ মিশ্রের তত্ত্বাবধানে তিন-বিচারপতির বেঞ্চ এদিন জানিয়েছে, সংশোধিত হিন্দু-সাকশেশন-অ্যাক্ট (Hindu Succession Act) ২০০৫ অনুযায়ী, বাবা-মা’য়ের সম্পত্তিতে সমান অধিকার আছে মেয়েদের। আদালত বলেছিল যে সংশোধনীর পরে মেয়ের অধিকার নিরঙ্কুশ এবং সংশোধনের সময় পিতা বেঁচে ছিলেন কিনা তা বিবেচনা না করে তার উত্তরাধিকারের অধিকার থাকবে।
সুপ্রিম কোর্ট এদিন সোজাসুজি জানায়, যেহেতু শীর্ষ আদালত এই সংক্রান্ত বিভ্রান্তি কাটিয়ে দিয়েছে আজকের রায়ে, তাই সারা দেশে কন্যা সন্তানের আইনি উত্তরাধিকার সংক্রান্ত যে সমস্ত মামলা রয়েছে, তা যেন সত্ত্বর নিষ্পত্তি করা হয়।
হিন্দু আইন অনুযায়ী, বাবার সম্পত্তিতে মেয়েদের সমান অধিকার থাকবে। যেভাবে ছেলেদের অধিকার রয়েছে সম্পত্তিতে সেভাবেই মেয়েদেরও অধিকার থাকবে বলে জানানো হয়েছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊