শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস স্মরণ উপলক্ষে রক্তদান শিবির ও কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা SFI-DYFI এর
আরিফুল ইসলাম, সংবাদ একলব্যঃ
আজ শহীদ ক্ষুদিরাম বসুর আত্ম বলিদান দিবস স্মরণ উপলক্ষে নাজিরহাট নেতাজী ক্লাব প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে SFI ও DYFI এর পক্ষ থেকে। সকাল ১১ টা থেকেই সম্পূর্ণ শারীরিক দূরত্ব বজায় রেখে, রীতিমতো মাস্ক ব্যবহার ও স্যানিটাইজ পদ্ধতি মেনেই এই কর্মসূচির শুভারম্ভ ও শেষ অবধি পালন করা হয়েছে বলে জানিয়েছেন। শহীদ ক্ষুদিরাম বসুকে স্মরণ করে তাঁর প্রতিচ্ছবিতে মাল্যদান ও শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়েছে।
উপস্থিত ছিলেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস, DYFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য ও জেলা সম্পাদক শম্ভু চৌধুরী, SFI জেলা সম্পাদক প্রনয় কার্যী, SFI নেতা সাব্বির রহমান, কপিল রায়, DYFI নেতা মানস বর্মন, অসিম সাহা প্রমুখ।
SFI নাজিরহাট আঞ্চলিক কমিটির সম্পাদক সাব্বির রহমান বলেন এই দিনটিতেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাএী দের সম্বর্ধনা দেওয়ার হয়েছে, ফলে ছাত্র ছাত্রীরা পড়াশুনায় আরও উৎসাহী ও মনোযোগী হয়ে উঠবে।
BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন
এস এফ আই , ডি ওয়াই এফ আই এর নাজিরহাট বড়োশাকদল আঞ্চলিক/লোকাল কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই এগিয়ে এসেছেন এবং সফলতার সঙ্গে সুসম্পন্ন হল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊