উল্কা বৃষ্টি দেখতে নজর রাখুন রাতের আকাশে 



মহাকাশকে পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, তাহলে আজ, কাল ও পরশু নজর রাখুন মহাকাশে l উল্কার আলোক ঝর্ণা দেখা যাবে ১১ই অগাস্ট থেকে ১৩ই অগাস্ট তিন দিন ধরে এরকমই জানিয়েছে নাসা l

আগামী তিনদিন রাত জুড়ে আকাশে চলবে উল্কার খেলা যা ২০১৬ সালের পর সবথেকে বেশি উল্কাপাতের দৃশ্য দেখা যাবে পৃথিবী থেকে l মঙ্গলবার রাত দুটোর পরে শুরু হবে এই মহাজাগতিক দৃশ্য l যা বিশ্বের অনেক দেশ থেকেই দেখা যাবে l ভারতের থেকেও দেখার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে l


প্রথম দুইদিন উল্কাপাতের হার বেশি থাকলেও তৃতীয়দিন এর পরিমান কমে যাবে l উল্কাগুলি পৃথিবীর বায়ুমন্ডলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ভস্মীভূত হবে ও তাঁর দৃশ্য পৃথিবী থেকে দেখা যাবে l