উল্কা বৃষ্টি দেখতে নজর রাখুন রাতের আকাশে
মহাকাশকে পর্যবেক্ষণ করতে ভালোবাসেন, তাহলে আজ, কাল ও পরশু নজর রাখুন মহাকাশে l উল্কার আলোক ঝর্ণা দেখা যাবে ১১ই অগাস্ট থেকে ১৩ই অগাস্ট তিন দিন ধরে এরকমই জানিয়েছে নাসা l
আগামী তিনদিন রাত জুড়ে আকাশে চলবে উল্কার খেলা যা ২০১৬ সালের পর সবথেকে বেশি উল্কাপাতের দৃশ্য দেখা যাবে পৃথিবী থেকে l মঙ্গলবার রাত দুটোর পরে শুরু হবে এই মহাজাগতিক দৃশ্য l যা বিশ্বের অনেক দেশ থেকেই দেখা যাবে l ভারতের থেকেও দেখার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে l
What's up in the night sky this August? 🔭— NASA (@NASA) August 8, 2020
On Aug. 9, Mars appears close to the Moon before dawn. Look toward the south, high in the sky, and you can't miss it. On Aug. 12, catch the peak of the annual Perseid meteor shower. When & where to look up: https://t.co/gShGniqN1q pic.twitter.com/5buykpoDLh
প্রথম দুইদিন উল্কাপাতের হার বেশি থাকলেও তৃতীয়দিন এর পরিমান কমে যাবে l উল্কাগুলি পৃথিবীর বায়ুমন্ডলের সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে ভস্মীভূত হবে ও তাঁর দৃশ্য পৃথিবী থেকে দেখা যাবে l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊