উত্তরের গুণী সুজন চিত্র শিল্পী জীবন বর্মন
-শুভাশিস দাশ
দারিদ্রতার সাথে লড়াই করে ছবিকে আঁকড়ে যার শৈশব বেড়ে উঠেছে তাঁর নাম জীবন বর্মন । দিনহাটার ছোট আটিয়াবাড়ির ভাংনি গ্রামের জীবন বর্মন ছোটবেলা থেকে বড্ড নেশা ছিলো ছবি আঁকার ।
শৈশবেই বাবা মা দুজন কে হারিয়ে প্রায় দিশেহারা জীবন আর হাইস্কুলের গণ্ডি পেরুতে পারেনি কিন্তু ছবি আঁকাকে কেউ আটকাতে পারেনি । কিশোর বয়স থেকেই চিত্র শিল্পী রথীন্দ্রনাথ সাহার কাছে ছবি আঁকার পাঠ নেয়া শুরু করে । আর ফিরে তাকাতে হয়নি ।
এই বয়সেই অনেক প্রদর্শনীতে অংশ নিয়ে গেছেন অনেক জায়গায় ।
মিরিকে অনুষ্ঠিত সরকারি চিত্র কর্মশালায়ও সে অংশ গ্রহণ করে । জল রঙ , তেল রঙ , এ্যাক্রেরিলিক এর কাজ করেন স্বাচ্ছন্দ্যে ।
জীবনের আগামী পথ চলা সুন্দর হোক এই কামনা আমাদেরও।
শৈশবেই বাবা মা দুজন কে হারিয়ে প্রায় দিশেহারা জীবন আর হাইস্কুলের গণ্ডি পেরুতে পারেনি কিন্তু ছবি আঁকাকে কেউ আটকাতে পারেনি । কিশোর বয়স থেকেই চিত্র শিল্পী রথীন্দ্রনাথ সাহার কাছে ছবি আঁকার পাঠ নেয়া শুরু করে । আর ফিরে তাকাতে হয়নি ।
এই বয়সেই অনেক প্রদর্শনীতে অংশ নিয়ে গেছেন অনেক জায়গায় ।
মিরিকে অনুষ্ঠিত সরকারি চিত্র কর্মশালায়ও সে অংশ গ্রহণ করে । জল রঙ , তেল রঙ , এ্যাক্রেরিলিক এর কাজ করেন স্বাচ্ছন্দ্যে ।
জীবনের আগামী পথ চলা সুন্দর হোক এই কামনা আমাদেরও।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊