বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে সর্প সচেতনতা শিবির

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: 

আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার উদ্যোগে এবং কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জর(বক্সা টাইগার রিজার্ভ) সহযোগিতায় সাপ,সাপের কামড় ও চিকিৎসা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হল।বুধবার কামাখ্যাগুড়ি ফরেস্ট অফিসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


কোন কোন সাপের বিষ আছে আর কোন সাপের বিষ নেই এবং সাপে কামড়ালে কি করতে হবে,মানুষের ঘরে সাপ ঢুকলে কি ভাবে উদ্ধার করতে হবে তা শেখানো হয়েছে।এদিন মোট ৩২ জন উপস্থিত ছিলেন এই শিবিরে।এদের মধ্যে বনবিভাগের কমীরা ও বিভিন্ন সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।


কর্মশালাটি পরিচালনার জন্য উপস্থিত ছিলেন সংস্থার আলিপুরদুয়ার বিজ্ঞান ও যুক্তিবাদী সংস্থার সভাপতি জয়ন্ত দাস,সম্পাদক কৌশিক দে,কামাখ্যাগুড়ি ফরেস্ট রেঞ্জার মলয় কুমার ঘোষ,রোহিত কর,সন্তু দে প্রমুখ।