Latest News

6/recent/ticker-posts

Ad Code

অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে ই-ফার্মেসির e-pharmacy দুনিয়ায় পা রাখল মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ Reliance Industries


অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে ই-ফার্মেসির e-pharmacy দুনিয়ায় পা রাখল মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ Reliance Industries


গত সপ্তাহেই ই-ফার্মেসির[e-pharmacy] -র সূচনা করে অ্যামাজন [Amazon]। এবার অ্যামাজনের সঙ্গে টক্কর দিতে ই-ফার্মেসির [e-pharmacy] দুনিয়ায় পা রাখল মুকেশ অম্বানীর রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ [Reliance Industries]। 


৬২০ কোটি টাকার বিনিময়ে ভাইটালিক হেলথকেয়ার সংস্থার ৬০ শতাংশ শেয়ার কিনে নিয়েছে ভারতের সবচেয়ে ধনী এই কোম্পানি। এর ফলে ভাইটালিকের ভর্তুকিপ্রাপ্ত তিন সংস্থা ট্রেসারা হেলথ প্রাইভেট লিমিটেড, নেটমেডস [ Netmeds] মার্কেট প্লেস লিমিটেড এবং ডাঢা ফার্মা ডিসট্রিবিউশন প্রাইভেট লিমিটেডের ১০০ শতাংশ মালিকানা রিলায়েন্সের হাতে উঠে এলো।

মঙ্গলবার রাতে নেটমেডসে [ Netmeds] বিনিয়োগের কথা ঘোষণা করে রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেড (আরআরভিএল)। 

সংস্থার ডিরেক্টর ইশা আম্বানি বলেন, " প্রত্যেক দেশবাসীকে ডিজিটাল পরিষেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা। তারই ফলস্বরূপ এই বিনিয়োগ। নেডমেডসের অন্তর্ভুক্তিতে রিলায়েন্সের হাত আরও মজবুত হলো। এর ফলে দেশবাসীকে সাধ্যের মধ্যে অথচ উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারব আমরা। ডিজিটাল পরিষেবার মাধ্যমে গ্রাহকের নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর চাহিদাও পূরণ করা সম্ভব হবে।"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code