প্রাক্তন রাষ্ট্রপতির প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা স্থিতিশীল
সংবাদ একলব্যঃ
গতকাল কিছু সংবাদ মাধ্যমে প্রাক্তন রাষ্ট্রপতি শ্রী প্রণব মুখোপাধ্যায় বিষয়ে ভুয়ো সংবাদ পরিবেশন করেন। যার জেরে সমগ্র দেশ জুড়েই এক চাঞ্চল্য তৈরি হয়। গতকাল সন্ধ্যায় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছিলেন পুত্র অভিজিত্ মুখোপাধ্য়ায়। টুইটারে অভিজিত্ জানিয়েছেন আপনাদের সকলের প্রার্থনায়, আমার বাবা এখন স্থিতিশীল। পাশাপাশি, আরোগ্য় কামনার জন্য় প্রার্থনা করতে সকলকে অনুরোধ করেছেন তিনি।
আজ সকালে ভুয়ো সংবাদের বিরুদ্ধে মুখ খুললেন প্রণব পুত্র। তিনি বলেন -"আমার বাবা এখনো জীবিত-কিছু প্রতিষ্ঠিত সাংবাদিক সামাজিক মাধ্যমে মিথ্যে খবর পরিবেশন করে এটা প্রতিষ্ঠিত করে দিলো যে ভারত ভুয়ো সংবাদের ফ্যাক্টরি।"
My Father Shri Pranab Mukherjee is still alive & haemodynamically stable !
— Abhijit Mukherjee (@ABHIJIT_LS) August 13, 2020
Speculations & fake news being circulated by reputed Journalists on social media clearly reflects that Media in India has become a factory of Fake News .
BREAKING NEWS অবশেষে এলো সাফল্য- আবিষ্কার হলো করোনা ভ্যাকসিন
প্রসঙ্গত, বাথরুমে পড়ে গিয়ে মাথায় ও ডান হাতে আঘাত পেয়ে হসাপাতালে ভর্তি হন তিনি। হাসপাতালে তাঁর মাথায় অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর ৯৬ ঘণ্টা পর্যবেক্ষণে রয়েছেন তিনি। মঙ্গলবার প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা আরও অবনতি হয়েছিল বলে জানিয়েছিল দিল্লির সেনা হাসপাতাল। ছিলেন ভেন্টিলেশনেই। প্রাক্তন রাষ্ট্রপতির মস্তিষ্কে যে রক্ত জমাট বেধেছিল, তা বের করতে ১০ অগস্ট, সোমবার জরুরিভিত্তিতে জীবনদায়ী অস্ত্রোপচার করা হয়েছিল। কিন্তু তার পরেও উন্নতির লক্ষণ দেখা যায়নি, এবং শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলেই জানা গিয়েছিল। পাশাপাশি, করোনা পজিটিভ তিনি বলেও জানিয়েছেন নিজেই। তবে কোনও উপসর্গ নেই তাঁর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊