Latest News

6/recent/ticker-posts

Ad Code

কন্যাশ্রী দিবস এর আগেই কন্যাদের উপহার দিতে তৈরি হলো কন্যাশ্রী উদ্যান

কন্যাশ্রী দিবস এর আগেই কন্যাদের উপহার দিতে তৈরি হলো কন্যাশ্রী উদ্যান 



সুজাতা ঘোষ , বাগডোগরা :

নারী শিক্ষা ও মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি যুগান্তরকারী প্রকল্প 'কন্যাশ্রী' । 

২০১৩ সালের ১৪ই আগস্ট এই প্রকল্পের শুভ সূচনা হয় । সম্মুখেই রয়েছে কন্যাশ্রী দিবস । আর তার আগেই কন্যাদের উপহার স্বরূপ তৈরি হলো 'কন্যাশ্রী উদ্যান'।

নকশালবাড়ি ব্লকের উদ্যোগে নকশালবাড়িতে তৈরি হলো কন্যাদের জন্য 'কন্যাশ্রী উদ্যান ' । গতকাল এই উদ্যানের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়। 



এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ির  বি.ডি.ও বাপি ধর, নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনন্দ ঘোষ , নকশালবাড়ির পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ অন্যান্যরা । জানা গেছে কন্যাদের জন্য পার্ক হাওয়াই অত্যন্ত খুশি স্থানীয়রা।

একটি মন্তব্য পোস্ট করুন

1 মন্তব্যসমূহ

  1. রেজাল্ট বের হওয়ার আগেই আগামী sessionএর পোর্টাল খুলে গেলে কি HSপরীক্ষার্থীনি কন্যাশ্রীরা (যারা দ্বাদশ শ্রেণীতে একবার renewalএর 1000/- টাকা পেয়েছে) পুনরায় দ্বাদশ শ্রেণীর ছাত্রী হিসেবে k2 upgradation এর ফর্ম পূরণ করে জমা দিতে পারবে? কারো জানা থাকলে উত্তর দিন।

    উত্তরমুছুন

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code