কন্যাশ্রী দিবস এর আগেই কন্যাদের উপহার দিতে তৈরি হলো কন্যাশ্রী উদ্যান 



সুজাতা ঘোষ , বাগডোগরা :

নারী শিক্ষা ও মেয়েদের স্বাবলম্বী করার উদ্দেশ্যেই পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত একটি যুগান্তরকারী প্রকল্প 'কন্যাশ্রী' । 

২০১৩ সালের ১৪ই আগস্ট এই প্রকল্পের শুভ সূচনা হয় । সম্মুখেই রয়েছে কন্যাশ্রী দিবস । আর তার আগেই কন্যাদের উপহার স্বরূপ তৈরি হলো 'কন্যাশ্রী উদ্যান'।

নকশালবাড়ি ব্লকের উদ্যোগে নকশালবাড়িতে তৈরি হলো কন্যাদের জন্য 'কন্যাশ্রী উদ্যান ' । গতকাল এই উদ্যানের শুভ উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী গৌতম দেব মহাশয়। 



এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নকশালবাড়ির  বি.ডি.ও বাপি ধর, নকশালবাড়ির পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আনন্দ ঘোষ , নকশালবাড়ির পঞ্চায়েত প্রধান অরুণ ঘোষ সহ অন্যান্যরা । জানা গেছে কন্যাদের জন্য পার্ক হাওয়াই অত্যন্ত খুশি স্থানীয়রা।