2021 এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের  সাংগঠনিক ভাবে বিরাট রদবদল  

file picture


আগামী 2021 এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে 8 জেলার  District Convener নিযুক্ত করে  মাঠে নেমে পড়লেন উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ।


সংগঠন বিস্তারের অঙ্গ হিসেবে প্রতিটি জেলায় নতুন উদ্দম আনতে সংঘটনের কার্যকর্তাদের বার্তা দেওয়া হয়। সাংগঠনিক এক আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় নেতৃত্ব।

সংগঠনের সভাপতি শ্রী গৌতম রায় ,সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী ও শীতল দাসের উপস্থিতিতে সংবাদ মাধ্যম কে উত্তম কুমার নন্দী বলেন যে "আগামী বিধানসভা নির্বাচন কে মাথায় রেখে সংগঠনের নতুন জেলা সভাপতিদের নিযুক্ত করা হলো, এতে সংগঠনের শ্রীবৃদ্ধি হবে, সমস্ত পুরাতন নতুন সকলকে সাথে নিয়ে কাজ করতে হবে, এবং সংগঠন বুথ স্তর পর্যন্ত নিয়ে যেতে হবে। যারা নতুন দায়িত্ব পেলেন তারা সমস্ত বিধান সভা ভিত্তিক প্রার্থীদের নামের সূচি জমা দেবে অতি দ্রুত।"