আলিপুরদুয়ারে জেলা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে অনলাইন পরীক্ষা 

নিজস্ব সংবাদদাতা, আলিপিরদুয়ারঃ 

আলিপুরদুয়ারে জেলা বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের পক্ষ থেকে অনলাইন পরীক্ষা শুরু হল বুধবার।এদিন সকাল ৯ টা থেকে পরীক্ষা শুরু হয়ে সারাদিন ধরে চলে এই পরীক্ষা।বিশেষ একটি লিঙ্কে ক্লিক করে পরীক্ষা দেন পরীক্ষার্থীরা বলে জানা যায়।


আগামী ২৭ সে আগস্ট পর্যন্ত পরীক্ষা চলবে বলে জানান সংগঠনের সম্পাদক প্রকাশ ভৌমিক।সংগঠনের ফেসবুক পেজে গিয়ে লিঙ্ক ক্লিক করলে পরীক্ষা দেওয়া যাবে বলে জানান তিনি।


সংগঠনের সভাপতি নিরঞ্জন সরকার জানান এদিন প্রায় ২০০০ জন পরীক্ষার্থী পরীক্ষা দেন।লকডাউনে আয়োজন করা হলেও রাজ্য জুড়ে এই পরীক্ষা আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে।তিনি আরও জানান,এদিনের পরীক্ষার লিঙ্কটি বৃহস্পতিবার সকাল 8 পর্যন্ত খোলা থাকবে।9 টা থেকে পরবর্তী বিষয়ের পরীক্ষা শুরু হবে।BSSS সর্বদা ছাত্র-ছাত্রীদের পাশে থাকবে বলেও তিনি।


বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সঙ্ঘের জেলা সভাপতি দেবাদিত্য মন্ডল আলিপুরদুয়ার জেলার অংশগ্রহণকারী সকল ছাত্র-ছাত্রী এবং কার্যকর্তাদের ধন্যবাদ জানান।