মৃগাঙ্ক সরকার, দিনহাটাঃ 

আজ ডাক্তার অজয় মণ্ডল তার ৩৩তম জন্মদিন উপলক্ষে দিনহাটা শহরের পাঁচ শতাধিক লোকেদের খাওয়ানোর ব্যবস্থা করেন।তার SMS গ্রুপ,দিনহাটা ব্লাড ডোনার অর্গানাইজেশন ও আরো অনেকেই তাঁকে এই কাজে সহযোগিতা করে।



দিনহাটা শহরের তিনটে স্থান থেকে খাবার বিতরণ করা হয়। সবার প্রথমে দিনহাটা স্টেশন থেকে দেরশো,দিনহাটা চৌপথি থেকে দেরশ এবং সব শেষে দিনহাটা সংহতি ময়দান থেকে দুশো জন লোককে খাবার বিতরণ করা হয়।




ডাক্তারবাবু জানিয়েছেন- "আজ আমার ৩৩ তম জন্মবার্ষিকীতে নেওয়া কর্মসুচী FREE FOOD ATM OR FOOD FOR ALL এ ৫০০ জন গরীব অসহায় মানুষের একবেলা আহারের নিরাপক্ষা সুনিশ্চিত করতে পেরে নিজে তৃপ্তি অনুভব করছি । এই সব গরীব মানুষদের দুর্মুল্য আশীর্বাদ আমাকে আরো অনেক শক্তি জোগাবে আরো বেশি করে করে তাদের পাশে দাঁড়ানোর । আজকের এই প্রোগ্রামকে সফলতা প্রদান করতে যাদের ঘাম ঝড়ানো অক্লান্ত পরিশ্রম ও সাহচর্য আমি পেয়েছি তাদের কে কোটি কোটি ধন্যবাদ ও ভালোবাসা । সকলের শুভাকাঙ্খা ভালোবাসা ও আশীর্বাদ ছিলো বলে আমরা ৫০০ জন গরীব অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরেছি ।"


ডাক্তারবাবু জানান,তাঁর জন্মদিনে এই করোনা অতিমারিতে একবেলা খাওয়াতে পেরে তিনি খুবই খুশি।তার এই কাজে তার পাশে থেকে সর্বদা সাহায্য করেছেন আজিজুল হক,পার্থ রায়,অজয় মণ্ডল প্রমুখ।এছাড়াও তিনি সকলকে SMS মেনে চলার আবেদন রাখেন।