তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ডোমকলের এ-আর-ডি হলে
আলী হোসেন, মুর্শিদাবাদ
২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। তারই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ডোমকলের এ-আর-ডি হলে।'
এদিনের এই সভায় উপস্থিত ছিলেন: মুর্শিদাবাদ তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি ভিষ্মদেব, ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামরুজ্জামান মন্ডল, ডোমকল পৌরসভার পৌরপিতা মাননীয় জাফিকুল ইসলাম,ভাইস চেয়ারম্যান আলম খান,দলনেতা সামিউল আলম(মার্শাল)। এছাড়াও ছাত্র পরিষদের তৃণমূল কংগ্রেসের কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
ভীষ্মদেব বলেন, আমার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে সবথেকে আমার কাছের মানুষ এবং আমাকে রাজনীতিক বিষয় সবরকম সহযোগিতা করেছেন এবং উনাকে দেখি আমি রাজনীতি শিখেছি ডোমকলের ভূমিপুত্র এবং ডোমকল বাসির দীর্ঘদিনের রাজনীতিবিদ, ,জনদরদি, জনপ্রিয় নেতা, মাননীয় কামরুজ্জামান মণ্ডল মহাশয় আমার দাদার মতন, উনাকে শ্রদ্ধা করি এবং ভালোবাসি l আমরা ওনাকে পেয়ে ভীষণ খুশি। উনি আমাদের দীর্ঘদিন ধরে চলার পথ সূচনা করেন , এবং উনাকে দেখে আমরা দীর্ঘদিন ধরে আমরা উনার পথ কে অনুসরণ করে চলি। আজ ডোমকল এ তৃণমূল কংগ্রেস শক্তিশালী শুধুমাত্র তাঁর জন্য।
ভীষ্মদেব আরো বলেন, আগামী ছাত্রপরিষদের ছেলেদের কর্মসূচি কিভাবে বাস্তবায়ন হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ভীষ্মদেব l
কামরুজ্জামান বলেন, ছাত্র পরিষদের ছেলে মেয়েদের সামনে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় কে দেখে আপনারা চলুন। দিদি একদিন ছাত্র পরিষদের পথ দেখিয়েছিলেন আজ সেই দিদি রাজ্যের মুখ্যমন্ত্রী । সেই দিদির নিয়ম মেনে আপনারা চলুন।
তিনি একটা ছড়া দিয়ে বলেন , কষ্ট করলে, কেষ্ট মেলে। দিদি আমাদের সকলের প্রিয় নেত্রী তৃণমূল দলটা করতে গিয়ে। দিদি অনেক কষ্ট পেয়েছেন তিনাকে যেভাবে সেই সময় হার্মাদ বাহিনি দিদির উপরে অত্যাচার চালিয়েছিলেন কিন্তু তখন দিদির পাসে রাজ্যের মানুষ রয়েছিলেন, আজও দিদির পাসে রাজ্যের মানুষ রয়েছেন, দিদিকে রাজ্যের মানুষ সকলেই ভালোবাসেন।
ছাত্রপরিষদের ছেলেদের রাজনৈতিক বিষয় বিস্তারিতভাবে মূল্যায়ন করেন এবং কিভাবে আগামী দিন চলতে হবে সেই ভাবে বিস্তারিতভাবে আলোচনা করেন এবং বলেন ছাত্রপরিষদের ছেলেমেয়েদের আমি শ্রদ্ধা করি এবং ভালোবাসি আপনাদের ব্যবহার হবে নম্র- এবং ভদ্র স্বচ্ছ মনোভাব নিয়ে চলার পথ গড়তে হবে, আপনারাই পারবেন দেশকে রক্ষা করতে।
তিনি আরও বলেন, এই স্বৈরাচারী বিজেপি সরকারের হাত থেকে ভারতবর্ষকে রক্ষা করতে আপনারাই পারবেন। আপনারা ছাত্র পরিষদের সকল ছেলে মেয়েরা গর্জে উঠুন সকলে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়ান ভারতবর্ষকে রক্ষা করুন এভাবে বিস্তারিত আলোচনা করেন ।
কেন্দ্র সরকারের বিরুদ্ধে এবং বিজেপি মোদি সরকারের বিরুদ্ধে তীব্র ভাবে ক্ষোভ উগড়ে দেন তিনি। পাশাপাশি, ২০২১ এর বিধান সভা লক্ষ্য বলেও জানান তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊