বহরমপুরের সাংসদ  অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে দুষ্কৃতী হামলা

জেলা জুড়ে প্রতিবাদ মিছিল 


রাজেন্দ্র নাথ দত্ত :মুর্শিদাবাদ :

লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর বহরমপুরে গোড়া বাজারে বাড়িতে এই নিয়ে দ্বিতীয়বার হামলা,গতকাল রাত্রে ১১:৪০ নাগাদ দুস্কৃতিরা হামলা চালায়বলে অভিযোগ।

এই ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে বহরমপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে বহরমপুর বিধানসভার বিধায়ক মনোজ চক্রবর্তী। তিনি বলেন, আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি রাজ্যের প্রশাসনের কাছে। অধীর রঞ্জন চৌধুরীর (চৌধুরী ভিলা)বাড়িতে কিছু দুষ্কৃর্তি হামলা চালিয়েছে। নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানিয়ে । 

আজ বিকেল ৪ টায় পলষণ্ডা কংগ্রেস পার্টি আফিসে  ব্লক যুব কংগ্রেস ও নারায়ন পুর অঞ্চল কংগ্রেসের পক্ষ থেকে  সাংসদ অধীর চৌধুরীর বাড়িতে হামলার প্রতিবাদে প্রতিবাদ মিছিল বের হয় ।