পুণের বায়োটেক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া দেশের প্রথম করোনা ভ্যাকসিন তৈরি করছে
৭৩ দিনের মধ্যে বাজারে আসছে ভারতের প্রথম করোনা ভ্যাকসিন
First COVID vaccine of INDIA will be commercialised in 73 days
পুণের বায়োটেক সংস্থা সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া দেশের প্রথম করোনা ভ্যাকসিন তৈরি করছে যা আগামী ৭৩ দিনের মাথায় বাজারে আসতে চলেছে বলেই খবর। ভারতের প্রথম করোনার ভ্যাকসিন 'কোভিশিল্ড' জাতীয় টিকাদান কর্মসূচির আওতায় দেশের সকলকে বিনামূল্যে করোনার টিকা দেবে ভারত সরকার ।
সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, ভারত সরকার সিরাম ইনস্টিটিউটকে বিশেষ লাইসেন্স দিয়েছে বলেই দাবি করেছে সিরাম ইনস্টিটিউটের আধিকারিকরা। প্রোটোকল মেনে ট্রায়াল খুব দ্রুত করা সম্ভব বলে মনে করা হচ্ছে। ৫৮ দিনের মাথায় এই ভ্যাকসিনের পরীক্ষা শেষ হবে বলে আশাবাদী তাঁরা। তৃতীয় পর্বের প্রথম ডোজ শনিবার, ২২ অগাস্ট দেওয়া হয়েছে এরপর দ্বিতীয় ডোজটি প্রথম ডোজের থেকে ২৯ দিনের পরে দেওয়া যেতে পারে। ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের ১৫ দিনের পর রিপোর্ট প্রকাশিত হবে বলে জানা গেছে।
পাশাপাশি, প্রতি মাসে ৬ কোটি করোনার ভ্যাকসিন তৈরি করাই তাদের প্রাথমিক লক্ষ্য বলেই জানিয়েছে সিরাম ইনস্টিটিউট। এদিকে সূত্রের খবর, সিরাম থেকে সরাসরি ভ্যাকসিন কিনে প্রত্যেককে ভারতীয়কে বিনামূল্যে এই ভ্যাকসিন দেবে সরকার।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊