কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট?
ভোটার লিস্ট নিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিলো রাজ্য সরকার। লকডাউনের আগে ২০২০ সালের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিলো । কিন্তু সম্প্রতি Electoral Rolls, 1952-1971 প্রকাশ করবার ব্যবস্থা করলো রাজ্য সরকার। এর ফলে NRC-NPR এ হয়রানি হতে হবে না রাজ্যের মানুষদের।
কিন্তু কীভাবে দেখবেন ১৯৫২ থেকে ১৯৭১ সালের ভোটার লিস্ট?
- প্রথমে oldelectoralrolls.wb.gov.in এই সাইটি খুলে নিতে হবে।
- এরপর আপনাকে প্রথমে কোন বছরের ভোটার লিস্ট ডাউনলোড করতে চান সেটা সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেলা এবং সর্বশেষে আপনার নির্বাচনক্ষেত্র সিলেক্ট করতে হবে।
এই বিষয়ে DIRECTORATE OF STATE ARCHIVES DEPARTMENT OF HIGHER EDUCATION GOVERNMENT OF WEST BENGAL ওয়েবসাইটে বলা হয়েছে -
-Click “Search” for relevant PDF copies.
-View PDFs part by part.
-Download may take time depending on the network speed
-Suggested Browser : Chrome, Firefox, Opera
-Suggested PDF Viewer - Adobe Reader
একটি নির্দেশিকায় বলা হয়েছে-
- কেবলমাত্র সে সব ভােটার তালিকাই দেখা যাবে যা ইলেকশন কমিশন বিভিন্ন পর্যায় এই অফিসকে পাঠিয়েছে।
- ভােটার তালিকাগুলাে মূল তালিকা অনুসারে ডিজিটাইস করা হয়েছে বলে নাম খোঁজবার জন্য প্রার্থীদের পুরাে তালিকাটাই দেখতে হবে।
- আনুমানিক চার মাস ধরে ভােটার তালিকা ওয়েবসাইটে তােলা হতে থাকবে।
- সাটিফিকেট দেওয়ার ক্ষেত্রে যে কেসগুলাে নিয়ে মামলা চলছে সেগুলােকে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু এর জন্য যথার্থ প্রমাণপত্র দাখিল করতে হবে। যদি সাটিফিকেট দেওয়া হয় তাহলে প্রাপককে ২৫ টাকা জমা করতে হবে এবং ২ টাকার কোর্ট ফি স্ট্যাম্পও আনতে হবে।
ভোটার লিস্টের সার্টিফায়েড কপির জন্য আবেদনপত্র ডাউনলোড করবার লিঙ্ক - PDF
2 মন্তব্যসমূহ
অনেক উপকারী পোষ্ট আমার কাজে দিবে । আপনাকে অনেক ধন্যবাদ ।
উত্তরমুছুনYhgfrui
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊