ভোটার লিস্টে আপনার নাম আছে কি? এখনি দেখে নিন 


SOURCE: ceowestbengal.nic.in/Gallery

এবার ভোটার কার্ড সংক্রান্ত কাজ অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে হয়েছিল। রেকর্ড সংখ্যক আবেদনে জমা পড়েছিল। বৃহস্পতিবার ২০২০ সালের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হল। প্রতি বছরের তুলনায় এবছর অনেক বেশি সংখ্যক নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে । সাথে সাথে ভুল সংশোধনের ক্ষেত্রে অত্যাধিক হারে আবেদন জমা পড়েছে । কমিশনের তরফে এর একটি লিস্ট প্রকাশ করা হয়েছে। 

আপনি কীভাবে সেই লিস্ট দেখবেন তার জন্য জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু ব্যবস্থা করেছে । নিজের এবং পরিবারের নাম দেখতে তিন থেকে চারটি উপায় রয়েছে তা নীচে দেওয়া হল

১. SMS এর মাধ্যমে - WB<>EC,.EPIC NO (ভোটার পরিচয় পত্রের নম্বর ) লিখে ৫১৯৬৯ এ SMS করতে হবে ।

২.১৯৫০ নাম্বারে ফোন করে ।

৩. নির্বাচন কমিশনের মোবাইল আপ্লিকেশন ডাউনলোড করে ।

৪.ওয়েবসাইট এর মাধ্যমে- প্রথমে http://ceowestbengal.nic.in এই ওয়েবসাইটি খুলে নেবেন । এর পর ফাইনাল ভোটার লিস্ট এ ক্লিক করবেন । এর পর নিজের জেলা বাছুন > এর পর নিজের Assembly Constituency বাছুন > এর পর নিজের Polling Station Name বাছুন যে স্কুলে আপনি ভোট দেন তার নাম দেখতে পাবেন, সঙ্গে আপনার ভোটার কেন্দ্রের পার্ট নাম্বার দেখতে পাবেন >এর পর ফাইনাল ভোটার লিস্ট ডাউনলোড করে নিজের এবং পরিবারের নাম আছে কি না দেখে নিন ।