আগস্ট মাসের রেশনে কে কি পরিমান খাদ্যসামগ্রী পাবেন দেখে নিন
সংবাদ একলব্যঃ দেশে লকডাউন জারি হতেই সাধারণ পরিবারের অন্নসংস্থানে বিনামূল্যে রেশন দেওয়া শুরু করেছিলেন পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন আগেই তিনি ঘোষণা করেছেন আগামী বছরের জুন মাস পর্যন্ত বিনামূল্যে রেশন দেবে রাজ্যসরকার।
দেখে নিন আগামী আগস্ট মাসে কার্ড অনুযায়ী বিনামূল্যে কে কি পরিমান খাদ্য সামগ্রী পাবেনঃ
১) অন্ত্যদয় যোজনার অন্তর্গত অর্থাৎ AAY কার্ড উপভোক্তাগণ পরিবারপিছু মাসিক ১৫ কেজি চাল ও ২০ কেজি গম/পুষ্টিযুক্ত আটা পাবেন এবং কার্ড প্রতি অতিরিক্ত ২ কেজি চাল, ৩ কেজি গম পাবেন। এছাড়াও পরিবার পিছু ১ কেজি মুগডাল পাবেন।
২) অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (PHH) এবং বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত পরিবার (SPHH) উপভোক্তাগণ কার্ড পিছু ২ কেজি করে চাল ও ৩ কেজি গম অথবা ২.৮৫ কেজি করে পুষ্টিযুক্ত আটা পাবেন। সঙ্গে কার্ড প্রতি অতিরিক্ত ২ কেজি চাল এবং ৩ কেজি করে গম পাবেন। এছাড়াও পরিবারপিছু ১ কেজি মুগডাল দেওয়া হবে।
৩) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-১ অর্থাৎ RKSY-I উপভোক্তাগণ এবং RKSY-I ফুড কুপন প্রাপ্ত উপভোক্তাগণ কার্ড পিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাবেন বিনামূল্যে।
৪) রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা-২ অর্থাৎ RKSY-II উপভোক্তাগণ এবং RKSY-II ফুড কুপন প্রাপ্ত উপভোক্তাগণ মাসিক ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম বিনামূল্যে পাবেন।
কুচবিহার, মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পুর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদীয়া, হাওড়া, পুর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান জেলা গুলির জন্য। pic.twitter.com/Xoj6Lu4olN
— Department of Food and Supplies, Government of WB (@wbdfs) July 30, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊