কোচবিহারের দিনহাটার বড়শাকদল গ্রামে ৫০জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে



ভোট বড় বালাই। সামনে ২০২১ বিধানসভা নির্বাচন। সব দলই নিজেরদের ঘর গোছাতে ব্যস্ত। নিজের দলকে বড় করতে মাঠে নেমে পড়েছে সবাই। বিধানসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের দলবদল এর ঘটনা ঘটেই চলেছে পশ্চিমবঙ্গ জুড়ে।


দিনহাটা ২ নং ব্লকের বড়শাকদল গ্রাম পঞ্চায়েত এলাকার ৭/৭৪, নং বুথে বিজেপি দল ছেড়ে সর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন বিজেপি নেতা জয়ন্ত বর্মণ সহ দশটি পরিবারের মোট ৫০জন কর্মী। নবাগত কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান বড় শাক দল অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি কমল রায়। সভায় উপস্থিত ছিলেন বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস সহ অন্যান্য অঞ্চল নেতৃত্ব।

বড় শাকদল গ্রাম পঞ্চায়েতের প্রধান তাপস দাস জানান “মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে উন্নয়নের রাস্তাকে প্রশস্ত করতে আজকের এই ১০ টি পরিবারের ৫০জন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। দলের পক্ষ থেকে তাদের স্বাগত জানাই”।