স্কুল-কলেজের বন্ধের মেয়াদ ফের বাড়িয়ে দিল রাজ্যয সরকার 

করোনা সংক্রমণের জেরে দীর্ঘদিন যাবত বন্ধ স্কুল- কলেজ। ফলে শিক্ষার্থীদের পড়াশুনা উঠেছে শিকেয়। ধীরে ধীরে সব কিছু খুলে গেলেও স্কুল কলেজ খোলেনি এখনও। গত অগাস্ট মাসে বেশ কিছু দিন লক ডাউন ছিল রাজ্যের নির্দেশে। এবার সেপ্টেম্বর মাসেও সেই পথেই হাঁটতে চলেছে রাজ্য। বুধবার নবান্নে রাজ্যের মুখ্যমন্ত্রী ফের সেপ্টেম্বরে লক ডাউনের দিনক্ষন ঘোষণা করেন। 




৭, ১১ ও ১২ সেপ্টেম্বর রাজ্যে ফের পূর্ণ লকডাউন ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, আগামী ২০ই সেপ্টেম্বর পর্যন্ত স্কুল- কলেজ বন্ধ রাখার ঘোষণা করেন। এর আগে ৫ই সেপ্টেম্বর থেকে স্কুল কলেজ খোলার ইচ্ছা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিন্তু দিনের পর দিন যেভাবে পরিস্থিতি বদলে যাচ্ছে তাঁতে স্কুল কলেজ এই মুহূর্তে না খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় সংক্রমণের তুলনায় সুস্থতার হার বেড়েছে।