উত্তরের গুণী সুজন সংগীত শিল্পী প্রশান্ত সরখেল
শুভাশিস দাশ
গানকে আঁকড়ে কজনই বা বাঁচাতে পারেন । বিশেষ করে আমাদের এই উত্তরের সংগীত জগতে । পারেন কেউ কেউ গানকে প্রানাধিক ভালবেসে ফেলেন এবং তাঁকে আশ্রয় করেই বেড়ে ওঠেন সেই শিল্পী । আজকের গুনী সুজন সংগীত শিল্পী প্রশান্ত সরখেল এরকমই একজন শিল্পী যাঁর গানই প্রাণ আর এই গান কে আঁকড়ে ধরে তিনি চলেছেন তাঁর অভীষ্ট লক্ষ্যে ।
শৈশব থেকেই গানের প্রতি ছিলো গভীর অনুরাগ । কিশোর বয়স থেকেই গানের পাঠ নেয়া শুরু । তারপর লেখাপড়ার সাথে সমান তালে সংগীত চর্চা চালিয়ে আজ এখানে এসে পৌঁছেছেন ।
ছাত্র থাকা কালীন বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে পুরস্কারের ঝুলি ভরিয়েছেন তিনি ।
গানের সব শাখা তে তাঁর অবাধ বিচরণ । উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় গান পরিবেশন করে কুড়িয়েছেন অকুণ্ঠ প্রশংসা । তাঁর কথায় শ্রোতাদের ভালো লাগাই আমার পুরস্কার ।
প্রশান্ত ওর সুরের জাদু ছড়িয়ে অনেকদূর পৌঁছে যাক এই কামনা রইলো ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊