Latest News

6/recent/ticker-posts

Ad Code

কেন পালিত হয় ২১শে জুলাই? জেনে নিন এক নজরে


কেন পালিত হয় ২১শে জুলাই? জেনে নিন এক নজরে

দীর্ঘ ২৭ বছর ধরে তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই দিনটিকে প্রতি বছর শহীদ দিবস হিসেবে পালন করে আসে। কার্যত এদিনেই তৃণমূলের বার্ষিক সাধারন সমাবেশও অনুষ্ঠিত হয়। ইতিহাসের পাতা ঘেঁটে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আবির্ভাবের পূর্বেই ২১শে জুলাইয়ের উত্থান। 

১৯৯৩ সালে ২১ জুলাই মহাকরণ অভিযানের ডাক দেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময়ে রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু। নির্বাচনী প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য সচিত্র ভোটার আইডির দাবিতে মহাকরণ অভিযানের জন্য রাস্তায় নামেন হাজার হাজার যুব কংগ্রেস কর্মী। বিভিন্ন ক্রসিংয়ে ব্যারিকেড গড়ে মহাকরণ অভিযান রুখতে তৎপর হয় পুলিসও। অভিযোগ, আচমকাই আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিস। পুলিসের গুলিতে 'শহিদ' হয়েছিলেন বন্দনা দাস, মুরারী চক্রবর্তী, রতন মণ্ডল, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিশ্বনাথ রায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, রঞ্জিত দাস, প্রদীপ দাস, মহম্মদ খালেক, ইনু মোট ১৩জন নিহত হন পুলিসের গুলিতে। তারপর থেকে ২১ জুলাই দিনটি ‘শহিদ দিবস’হিসেবে পালন করা শুরু হয়।  

প্রতি বছর ২১শে জুলাই দলীয় কর্মী সমর্থকদের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। 

রাজ্যে বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানের পিছনে এই ২১ জুলাইয়ের অবদান অনস্বীকার্য।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code