গত সপ্তাহে তৃণমূলের নতুন যুব কমিটি ঘোষণার পর প্রথম বৈঠক নতুন কমিটির। সেই বৈঠকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে যুব সংগঠন চলবে যুবদের নিয়েই। এমনকি বেঁধে দেওয়া হয়েছে বয়সও। ৪০ বছরের উপরে বয়স হয়ে গেলে আর কারোও ঠাঁই হবে না তৃণমূল যুবতে।

পাশাপাশি, আগামী ১০ই অগাস্টের মধ্যে প্রত্যেক জেলা সভাপতিকে নতুন জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূল যুবশক্তিকে আরও উদ্যমে জনসংযোগ ও প্রচারমূলক কর্মসূচিতে মনোযোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই তৃণমূল যুবশক্তির এই নতুন প্রচার কর্মসূচিতে ৫ লাখ সদস্য হয়েছে। আরও ৫ লাখ সদস্যকে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও, আমফান দুর্নীতির সঙ্গে যুক্তদের কমিটি না রাখার নির্দেশও দেওয়া হয়েছে।