সংবাদ একলব্য: সম্প্রতি করোনা লাভের মধ্যেই প্রকাশিত হয়েছে রাজ্য বোর্ডের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। সামাজিক বিধিনিষেধ মেনে মাধ্যমিকের মার্কশীট ও সার্টিফিকেট পরীক্ষার্থীদের অভিভাবকদের হাতে দেওয়া হয়েছে। একই ভাবে দেওয়া হবে উচ্চমাধ্যমিকের মার্কশিটও। এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ এবং মার্কশিট সংক্রান্ত নির্দেশিকা দেওয়া হলো সমস্ত উচ্চমাধ্যমিক বিদ্যালয়গুলিকে।

পর্ষদের পক্ষ থেকে শিক্ষার্থীদের পদন্নোতি সম্পর্কে জানানো হয়েছে:

১) যেসমস্ত ছাত্রছাত্রী একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দেয়নি, তাদের সারা বছরের উপস্থিতি এবং অভ্যন্তরীন মূল্যায়ন বিবেচিত হবে। এবিষয়ে পরিচালন কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এছাড়াও যারা অসুস্থতাজনিত কারনে অথবা অন্য কোনো বৈধ কারণবশতঃ পরীক্ষায় বসতে পারেনি তাদের দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ন করে দেওয়া হবে। 

২) করোনা সংক্রমণের কারণে একাদশ শ্রেণীর যে পরীক্ষাগুলি নেওয়া যায়নি সেগুলির ক্ষেত্রে যেসব ছাত্রছাত্রী অন্যান্য পরীক্ষা দিয়েছে তাদের  বৃত্তি (Scholarship) সংক্রান্ত কারনে মার্কশীটে নম্বর দিয়ে দেওয়া হবে। 

উপরোক্ত বিষয়গুলি বিবেচনা করে সমস্ত বিদ্যালয়কে একাদশ শ্রেণীর মার্কশীট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

www.sangbadekalavya.in/2020/07/guidelines-for-promotion-and-marksheets-of-class-XI