BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

WEBDESK: 

মার্চ মাসে লকডাউনের সময় BS-IV গাড়ি বিক্রি নিয়ে বেজায় ক্ষুব্ধ হয়ে নতুন বিক্রি হওয়া BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা জারি করলো সুপ্রিম কোর্ট। লকডাউন ওঠার পরে অবিক্রিত বিএস-৪ গাড়ির ১০% বিক্রির ব্যাপারে ডিলারদের অনুমতি দেওয়া হলেও বেশি গাড়ি বিক্রি হয়েছে বলেই অভিযোগ। 


বিএস-৪ দূষণবিধির গাড়ি বিক্রির শেষ দিন ছিল চলতি বছরের ৩১শে মার্চ পর্যন্ত। এই সময়সীমার পরে শুধু বিএস- ৬ গাড়ি বিক্রি করা যাবে বলে জানানো হয়। কিন্তু ২৫শে মার্চ জারি হয় লক ডাউন। ফলে ডিলারদের সংগঠনের তরফে বিএস-৪ গাড়ি বিক্রির সময়সীমা বাড়ানোর আবেদন জানানো হলে সুপ্রিম কোর্ট লকডাউন ওঠার পরে ১০ দিনের জন্য ওই গাড়ি বিক্রি করা যাবে বলে জানায়। তবে অবিক্রিত গাড়ির ১০ শতাংশের বেশি বিক্রি করা যাবে না। পরে সেই নির্দেশও ফিরিয়ে নেয় শীর্ষ আদালত। 


আজ BS-IV গাড়ির রেজিস্ট্রেশনে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই গাড়ির রেজিস্ট্রেশন করা যাবে না। এর ফলে ৩১ মার্চের পরে বিক্রি হওয়া গাড়িগুলির ভবিষ্যৎ ঘিরে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। 


মামলার পরবর্তী শুনানি ১৩ অগাস্ট।