করোনা আবহের জেরে মাধ্যমিকের ফলাফল প্রকাশ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও অবশেষে আজ প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে জানানো হয়, বুধবার সকাল ১০টায় মাধ্যমিকের ভার্চুয়াল ফলপ্রকাশ হবে।


ফলাফল আজ প্রকাশিত হলেও মার্কশিট দেওয়া হচ্ছে না আজকে। আগামী সপ্তাহে পাওয়া যাবে মার্কশিট। সূত্রের খবর, ২২ এবং ২৩ জুলাই মাধ্যমিকের মার্কশিট দেওয়া হবে স্কুল থেকে। করোনা সংক্রমণের কারণেই এক সপ্তাহ পরে মার্কশিট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, পরীক্ষার্থীরা মার্কশিট নিতে আসতে পারবে না। মার্কশিট নিতে অভিভাবক- অভিভাবিকাদের বিদ্যালয়ে আসতে হবে। 

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়, জানিয়েছেন, ১৮ থেকে ২৭ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা হয়েছে। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। যেহেতু লকডাউনের আগেই সমস্ত পরীক্ষা শেষ হয়েছে তাই প্রকাশ করা হবে মেধাতালিকা।