করোনা আবহের মাঝেই আজ প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। করোনা আবহের জেরে মাধ্যমিকের ফলাফল নিয়ে টানা পোড়ন চলছিল। অবশেষে আজ প্রকাশিত হলো মাধ্যমিক ২০২০ এর ফলাফল। ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হচ্ছে ফলাফল।
বক্তব্যের শুরুতেই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মধ্য শিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় বন্দ্যোপাধ্যায়।
ছাত্রীর সংখ্যা ছাত্রের থেকেও ১২৯৬৭০ জন বেশি।
পূর্ব মেদিনীপুর জেলার সাফল্য সর্বাধিক, এরপর পশ্চিম মেদিনীপুর, তারপর কলকাতা।
সফল পরীক্ষার্থী - ৮৪৩৩০৫ জন
পাশের হার- ৮৬.৩৪ শতাংশ
ছাত্রের পাশের হার - ৮৯. ৮৫ শতাংশ
ছাত্রীদের পাশের হার- ৮২.৪৮ শতাংশ
১৭ জন সপ্তম স্থানে
মাধ্যমিক ২০২০- এর মেধাতালিকার প্রথম দশে যারা রয়েছে দেখে নিন সেই তালিকা-
১-
অরিত্র পাল - পূর্ব বর্ধমান ৬৯৪ (৯৯.১৪%)
২-
২-
সায়ন্তন ঘড়াই- বাকুড়া ৬৯৩
অভীক দাস- পূর্ব বর্ধমান ৬৯৩
৩-
অভীক দাস- পূর্ব বর্ধমান ৬৯৩
৩-
সৌম্য পাঠক - বাকুড়া ৬৯০
দেবস্মিতা পূর্ব মেদিনীপুর ৬৯০
অরিত্র মাইতি উত্তর ২৪ পরগনা
৪-
দেবস্মিতা পূর্ব মেদিনীপুর ৬৯০
অরিত্র মাইতি উত্তর ২৪ পরগনা
৪-
অগ্নিভ সাহা বীরভূম ৬৮৯
৫-
৫-
অঙ্কিত সরকার দক্ষিন দিনাজপুর ৬৮৮
বর্ধমান - ৬৮৮
রাস্মিতা মহাপাত্র বাকুড়া ৬৮৮
বিভাবসু মণ্ডল মুর্শিদাবাদ ৬৮৮
৬-
বর্ধমান - ৬৮৮
রাস্মিতা মহাপাত্র বাকুড়া ৬৮৮
বিভাবসু মণ্ডল মুর্শিদাবাদ ৬৮৮
৬-
রিংকি ঘটক শিলিগুড়ি ৬৮৭
অর্চিস্মান সাহা রায়গঞ্জ
রাজিবুল ইসলাম বীরভূম
গৌরব বিশ্বাস
সৃজন সাহা বর্ধমান
সোহম দাস চন্দননগর
প্রিন্স কুমার পুরুলিয়া
অরিজিত গুহ রায় পূর্ব মেদিনীপুর
সপ্তরসি জানা
অস্মি চৌধুরী
সৌহার্দ পাত্র হাওড়া
৭-
অর্চিস্মান সাহা রায়গঞ্জ
রাজিবুল ইসলাম বীরভূম
গৌরব বিশ্বাস
সৃজন সাহা বর্ধমান
সোহম দাস চন্দননগর
প্রিন্স কুমার পুরুলিয়া
অরিজিত গুহ রায় পূর্ব মেদিনীপুর
সপ্তরসি জানা
অস্মি চৌধুরী
সৌহার্দ পাত্র হাওড়া
৭-
করণ দত্ত কোচবিহার ৬৮৬
রিতম বর্মণ কোচবিহার (দিনহাটা)
সোহম তামাং মালদা
সুভজিত চন্দ্র বীরভূম
অরনি চ্যাটারজি বীরভূম
অরিত্র মাঝি বাকুড়া
সাগ্নিক মিত্র বাকুড়া
সৌভিক সরকার বর্ধমান
সুহা ঘোষ চন্দন নগর
দিপকান্তি ঘোরাই হুগলী
সম্প্রীতি কুন্ডু হুগলী
রিতিশ সামন্ত পূর্ব মেদিনীপুর
পিয়াস প্রামানিক পূর্ব মেদিনীপুর
সাহিত্য মণ্ডল বারুইপুর
সৈয়দ মহম্মদ সামিম দক্ষিন ২৪ পরগনা
৮-
রিতম বর্মণ কোচবিহার (দিনহাটা)
সোহম তামাং মালদা
সুভজিত চন্দ্র বীরভূম
অরনি চ্যাটারজি বীরভূম
অরিত্র মাঝি বাকুড়া
সাগ্নিক মিত্র বাকুড়া
সৌভিক সরকার বর্ধমান
সুহা ঘোষ চন্দন নগর
দিপকান্তি ঘোরাই হুগলী
সম্প্রীতি কুন্ডু হুগলী
রিতিশ সামন্ত পূর্ব মেদিনীপুর
পিয়াস প্রামানিক পূর্ব মেদিনীপুর
সাহিত্য মণ্ডল বারুইপুর
সৈয়দ মহম্মদ সামিম দক্ষিন ২৪ পরগনা
৮-
বরুন মিত্র সাহা জলপাইগুড়ি ৬৮৫
নাজনিন আজাদ মালদা
মহম্মদ সাহিজ্জুমান মালদা
সুপ্রতীক পণ্ডিত হুগলী
অঙ্কিতা ঘোষ বাকুড়া
শুভঙ্কর মাইতি পশ্চিম মেদিনীপুর
সমকগুহ দে পূর্ব মেদিনীপুর ও আরও অনেকে।
নাজনিন আজাদ মালদা
মহম্মদ সাহিজ্জুমান মালদা
সুপ্রতীক পণ্ডিত হুগলী
অঙ্কিতা ঘোষ বাকুড়া
শুভঙ্কর মাইতি পশ্চিম মেদিনীপুর
সমকগুহ দে পূর্ব মেদিনীপুর ও আরও অনেকে।
৯
নবম স্থানে রয়েছে অনেকেই প্রাপ্ত নম্বর ৬৮৪
১০
প্রাপ্ত নম্বর ৬৪৮
২২শে জুলাই রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট বিলি করা হবে জানিয়েছেন পর্ষদ সভাপতি।
সপ্তম স্থানাধিকারী রিতমের মুখোমুখি-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊