দিনের পর দিন বেড়েই চলছে সংক্রমণ। এদিকে আবিষ্কার হয়নি ভ্যাকসিন। বিশেষজ্ঞরা মনে করছেন ভ্যাকসিন আবিষ্কার না হওয়া পর্যন্ত করোনা যাচ্ছে না। তাই সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে উদ্বেগ বাড়ছেই। তবে, কেন্দ্র লক ডাউন ছেড়ে আনলকে হাঁটলেও রাজ্যকে সংক্রমণের পরিস্থিতি বুঝে রাখতে হচ্ছে লক ডাউন। কন্টেইনমেন্ট জোন গুলিতে রাজ্য সরকার সম্পূর্ণ লক ডাউন জারি করেছে। 

উত্তরবঙ্গের পাচ জেলায় শহরভিত্তিক লক ডাউনের ঘোষণা নবান্নের। স্বরাষ্ট্রসচিন আলাপন বন্দ্যোপাধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ১৬ তারিখ যে লক ডাউনের মেয়াদ ছিল তা বাড়িয়ে ১৯শে জুন পর্যন্ত করা হল। 

পাশাপাশি, উত্তরবঙ্গের পাঁচ জেলা জলপাইগুড়ি, মালদা, কোচবিহার, উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং দার্জিলিংয়ের শিলিগুড়িতে শহর এলাকায় জারি করা হল লকডাউন। আপাতত যা ১৯ই জুলাই পর্যন্ত কার্যকর থাকবে।