সংবাদ একলব্য ঃ 

করোনা সংক্রমণের জেরবার দেশ। দিনের পর দিন বাড়ছে সংক্রমণ। এদিকে লক ডাউন থেকে দেশকে আনলকে এগিয়ে নিয়ে চলছে কেন্দ্র সরকার। নির্দিষ্ট নিয়ম বিধি মেনে আনলকের প্রথম পর্যায় থেকে নানা বিষয়ে ছাড় দিয়েই চলছেই কেন্দ্র। তবে স্কুল, কলেজ খোলার ক্ষেত্রে মেলেনি ছাড়। আনলকের তৃতীয় পর্যায়েও স্কুল কলেজ খোলার ক্ষেত্রে মেলেনি ছাড়। 

এদিকে স্কুল কলেজ না খোলায় চিন্তিত ছাত্র-ছাত্রী থেকে অভিভাবক- অভিভাবিকারা। যেহেতু দিন দিন বেড়েই চলছে সংক্রমণ। তাই শিক্ষার্থীদের সুরক্ষা ও স্বাস্থ্যের স্বার্থেই যে স্কুল কলেজ খোলার ক্ষেত্রে ছাড় মিলছে না তা স্পষ্ট। 

এদিন কেন্দ্রের তরফে আনলকের তৃতীয় পর্যায়ের গাইডলাইন জারি করেছে কেন্দ্র। আগামী ১লা অগাস্ট থেকে ৩১শে অগাস্ট পর্যন্ত কার্যত আনলক সারা দেশে। নির্দেশিকায় জানানো হয়েছে, রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চল গুলির সাথে আলোচনা করেই ৩১শে অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ ও কোচিং সেন্টার গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।