UNLOCK 3 : নয়া গাইডলাইন কেন্দ্রের, জেনে নিন কোন কোন ক্ষেত্রে মিলছে ছাড় 

সংবাদ একলব্য ঃ 

করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী হলেও ধীরে ধীরে দেশ সচল করতে এগিয়েই চলছে কেন্দ্র। লক ডাউন থেকে বেড়িয়ে আনলক এর তৃতীয় পর্যায়ে প্রবেশ করতে চলেছে দেশ। আগামী ১লা অগাস্ট থেকে আনলক ৩ চালু হচ্ছে। আনলক এর তৃতীয় পর্যায় নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করা হয়েছে। স্বাস্থ্য বিধি মেনে ৫ অগাস্ট থেকে জিম খোলায় ছাড়।৫ অগাস্ট থেকে খুলতে পারবে যোগ প্রশিক্ষণ কেন্দ্র।কিন্তু সেই ছাড় মিলছে না স্কুল, কলেজ ও কোচিং সেন্টারে। ৩১ অগাস্ট পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ, কোচিং সেন্টার। তবে মেট্রো, সিনেমা হল, সুইমিং পুল বন্ধ থাকছে। 


আগামী ১ থেকে ৩১শে অগাস্ট পর্যন্ত কার্যত সারা দেশ জুড়ে আনলক। আনলক ৩-তে থাকছে না নাইট কার্ফু। এমনকি এক রাজ্য থেকে আর এক রাজ্যে যাওয়ার ক্ষেত্রেও লাগবে না কোনও অনুমতি। তবে, রাজ্য সরকার গুলি প্রয়োজনে সিদ্ধান্ত নিতে পারবে। এন্টারটেনমেন্ট পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, অ্যাসেম্বলি হল বন্ধ রাখা হচ্ছে আপাতত।

নির্দেশিকায় জানানো হয়েছে- 

  • নাইট কার্ফু তুলে নেওয়া হচ্ছে। 
  • স্বাস্থ্যবিধি মেনে ৫ই অগাস্ট থেকে খুলছে জিম ও  যোগ প্রশিক্ষণ কেন্দ্র। 
  • স্বাস্থ্যবিধি মেনে স্বাধীনতা দিবস উদযাপনে ছাড় 
  • রাজ্য ও কেন্দ্র শাসিত অঞ্চলগুলির সাথে আলোচনার পর ৩১সে অগাস্ট পর্যন্ত স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ থাকছে। 
  • বন্দে ভারত মিশন এর আওতায় আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু থাকছে। 
  • কন্টেইনমেন্ট জোনে ৩১শে অগাস্ট পর্যন্ত কড়া লক ডাউন থাকবে। 
  • মেট্রো রেল, সিনেমা হলসুউমিং পুল, পার্ক, থিয়েটার, বার, অডিটোরিয়াম, হল, সামাজিক, রাজনৈতিক, অ্যাকাডেমিক, ধর্মীয় জমায়েত বন্ধ থাকছে। 

পাশাপাশি এদিনের নির্দেশিকায় ১০ বছরের নীচে ও ৩৫ বছরের ঊর্ধ্বে সকলকে বাড়িতে থাকার পাশাপাশি সকলকে সকল নিয়ম বিধি মেনে চলার কথা বলা হয়েছে।