তনুময় দেবনাথ, সংবাদ একলব্যঃ 
প্রতীক্ষার অবসান ৷ কোভিড পরিস্থিতির মোকাবিলা করে অবশেষে প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ । 

এবার মেধা তালিকা থাকছে না। বিকাল ৪টা থেকে ওয়েব সাইট থেকে পড়ুয়া দেখতে পারবে। এবার ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা বেশী।


৩১ জুলাই ৫২ টি কেন্দ্র থেকে মার্কশিট ও শংসাপত্র বিতরণ করা হবে বিদ্যালয় গুলিকে।এ বছর পাশের হার ৯০.১৩% এ বছর পাশের হার ৯০.১৩% 
বিজ্ঞান বিভাগে পাশের হার ৯৮.৮৩%
কলা বিভাগে পাশের হার ৮৮.৭৪%
বাণিজ্য বিভাগে পাশের হার ৯২.২২%
এবার সর্বোচ্চ নম্বর ৪৯৯ ।