নিজস্ব সংবাদদাতা, সংবাদ একলব্যঃ

করোনা সংক্রমণের জেরে আজ বেলা ২টা থেকে বুধবার রাত্রি ১০টা পর্যন্ত আগেই লক ডাউন ঘোষণা করেছেন দিনহাটার পৌরপিতা উদয়ন গুহ। এবার, কোচবিহার জেলা শাসকের তরফে দিনহাটা পৌরসভা এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। 

একদিকে দিনহাটার বেশ কয়েকজন করোনা পজেটিভ ধরা পড়েছে অন্যদিকে স্থানীয় প্রশাসনের তৎপরতার ভিত্তিতে আজ জেলাশাসক একটি নির্দেশ জারি করেন।

কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান-এর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দিনহাটা পৌরসভা এলাকায় কোভিড পজিটিভ এর খোঁজ মেলায় দিনহাটা ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫ ও ১৬নং ওয়ার্ড (পার্ট ২৮১- ৩১৬, দিনহাটা বিধানসভা) এলাকা ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫ এর ৩৪-এর ২৬ সেকশন অনুযায়ী ব্রড বেসড কন্টেইনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করেছেন। 

পাশাপাশি, জানানো হয়েছে কন্টেইনমেন্ট জোনের সকল নিয়ম কানুন মেনে চলতে হবে এই এলাকা গুলিতে। প্রয়োজনীয় দ্রব্যাদি, মেডিক্যাল এমারজেন্সি ছাড়া সকল পরিষেবা বন্ধ রাখার কথাও জানানো হয়েছে। সরকারি ও বেসরকারি অফিস বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে।