ঈগল জাতীয় শিকারি পাখি একটি হাঙরকে থাবায় খামচে ধরে উড়তে উড়তে চলে গেল । আর তা দেখেই ফ্লোরিডার মার্টল বিচে সকলের চক্ষু চড়কগাছ । দক্ষিণ ক্যারোলিনার বাসিন্দা কেলি বারবেজ ক্যামেরাবন্দি করেছিলেন সেই দৃশ্য। সোশ্যালে পোস্ট করতেই নিমেষেই হয়ে যায় ভাইরাল।
ট্যুইটার হ্যান্ডল থেকে আপলোড করেছে ট্র্যাকিং শার্ক। যা ইতিমধ্যেই দেখেছেন সাড়ে ১৫ লক্ষেরও বেশি মানুষ।
তবে ওই শিকারি পাখিটি কী? তা কিন্তু স্পষ্ট নয়।
Anyone know what type of bird this is and is it holding a shark? #myrtlebeach 📽 Kelly Burbage pic.twitter.com/gc59xihiM7
— Tracking Sharks (@trackingsharks) June 30, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊