আম্ফান ত্রাণ নিয়ে উঠে আসছে একাধিক অভিযোগ। বারেবারে সেই অভিযোগ শাসক দলের বিরুদ্ধেই। এর আগেও একাধিকবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল নেতাদের সতর্ক করে দিয়েছেন। এবার দলীয় বৈঠকে ফের মনে করিয়ে দিলেন সেই কথা। আমফান ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় । একুশে জুলাইকে সামনে রেখে শুক্রবার ভার্চুয়াল বৈঠক করেন মমতা ।উপস্থিত ছিলেন দলের শীর্ষ নেতৃত্ব ।বৈঠকে মমতা বলেন, আমফানের ত্রাণে দুর্নীতি বরদাস্ত নয় ৷ দুর্নীতিতে যুক্ত থাকলেই বহিষ্কার ৷ কাউকে রেয়াত করা হবে না ৷ কোনও ব্যক্তির জন্য দল ভুগবে না।'

পাশাপাশি যে প্রশাসন ছেড়ে দেবে না বলেও জানান তিনি। তিনি বলেন " প্রশাসন কাউকে ছাড়বে না। কাউকে বরদাস্ত করবে না "। 

মমতার কথায় স্পষ্ট , আমফান দুর্নীতি নিয়ে দল ও প্রশাসন যে অভিযান চালাচ্ছে তা অব্যাহত থাকবে । 

পাশাপাশি, এদিন রেল ও কয়লা বেসরকারিকরণ সহ তেলের দাম বৃদ্ধির মতো বিভিন্ন ইস্যুতে সরব হতে বলেন মমতা । তবে চিন পরিস্থিতি এবং নির্বাচন কমিশন নিয়ে মন্তব্য করতে এদিন নেতাদের বারণ করেন তৃণমূল সুপ্রিমো।