Latest News

6/recent/ticker-posts

Ad Code

পরিযায়ী শ্রমিকদের কাজ খুঁজে দেবে সোনু সুদের প্রবাসী রোজগার অ্যাপ


পরিযায়ী শ্রমিকদের কাজ খুঁজে দেবে সোনু সুদের প্রবাসী রোজগার অ্যাপ


দেশে লকডাউন জারি হতেই দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা পরিযায়ী শ্রমিকদের সামনে 'রবিনহুড' হয়ে অবতীর্ন হয়েছে তিনি। তিনি এমনই এক ব্যক্তিত্ব যাকে সোশ্যাল মিডিয়ায় কেউ সাহায্যের আবেদন করলে তাকে কখনোই নিরাশ করেননি। লকডাউনে সম্পূর্ণ নিজের খরচে বহু পরিযায়ীদের নিরাপদে তাঁদের পরিবারের কাছে পৌঁছে দিতে বাস, ট্রেন কিংবা এমনকি চার্টাড বিমানেরও ব্যবস্থা করতে দেখা গেছে বলিউড অভিনেতা সোনু সুদকে। এবার আরও একটি অভিনব উদ্যোগ নিলেন এই অভিনেতা। পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোর পর কাজেও ফেরাতে চান। আর এই উদ্দেশ্যেই একটি অ্যাপ নিয়ে হাজির হয়েছেন তিনি।

বুধবার লঞ্চ হওয়া এই অ্যাপের নাম দিয়েছে "প্রবাসী রোজগার" অ্যাপ। এটি এমন একটি অ্যাপ যার মাধ্যমে দেশের যে কোনও প্রান্তের কাজ খুঁজে পাওয়া যাবে।  নির্মাণ শিল্প থেকে বস্ত্র শিল্প, স্বাস্থ্য ক্ষেত্র থেকে ইঞ্জিনিয়ারিং, বিপিও, সিকিউরিটি, অটোমোবাইল, ই-কমার্স-সহ বিভিন্ন ক্ষেত্রের নামী সংস্থার কর্মখালির খবর পাওয়া যাবে। দেশের বিভিন্ন রাজ্যের ৫০০-র বেশি সংস্থার খবর মিলবে বলে জানানো হয়েছে।

শুধু কাজের খোঁজই নয়, এই অ্যাপ ব্যবহার করে ইংরেজি শেখার সুযোগও থাকছে। স্পোকেন ইংলিশ ছাড়াও কিছু কিছু কাজের প্রশিক্ষণের সুযোগও মিলবে ‘প্রবাসী রোজগার’ অ্যাপে। 

ব্যবহারকারীদের সুবিধার জন্য থাকছে ২৪ ঘন্টার হেল্পলাইন ডেস্কও: 1800 121 664422


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code