Police এর উদ্যোগে করোনা নিয়ে সচেতনতামূলক কর্মসূচী


শচীন পাল,ঝাড়গ্রামঃ 

মারণ ভাইরাস করোনার ভয়াবহতা বেড়েই চলেছে দিনদিন। তাই করোনা ভাইরাসের প্রকোপ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যেতে পারে, কিভাবে শরীরের ইমিউনিটি বাড়ানো যায় এই নিয়ে প্রায় প্রতিদিনই সাক্ষাৎকার দিয়ে চলেছেন বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা। টেলভিশন, সোশ্যাল মিডিয়ার দৌলতে তা সবার কাছেই পৌঁছে যাচ্ছে। কিন্তু অনেক পর্যন্ত জায়গাতে এখনো এইসব আধুনিকতার ছোঁয়া পৌঁছায়নি, বা পৌঁছালেও নিরক্ষরতা বা কুসংস্কারের বশবর্তী হয়ে সেগুলির দিকে কর্ণপাত করেননা অনেক গ্রামবাসীই। তাই ঝাড়গ্রাম জেলার এক প্রত্যন্ত গ্রামে স্থানীয় থানার উদ্যোগে করোনা নিয়ে বিশেষ বার্তা দেওয়া হল। 

মঙ্গলবার গোপীবল্লভপুর থানার উদ্যোগে করোনা ভাইরাস নিয়ে সচেতনতামূলক কর্মসূচী পালিত হলো ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১ নং ব্লকের সারিয়া ৪ নং অঞ্চলের পানিজা গ্রামে। করোনা ভাইরাস নিয়ে মানুষজনকে সচেতন করলেন সারিয়া ৪ নং অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত অফিসার দেবাশীষ মাল। তিনি সেখানে উপস্থিত মানুষদের করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি বাড়ী থেকে বেরলেই মাক্স পরতে বলেন। স্বাস্থ্যবিধি সম্পর্কেও আলোচনা করেনা তিনি। পাশাপাশি লকডাউনের নিয়মকানুন মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কাজকর্ম করতে বলেন।