করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতেও দেশকে সচল করতে তৃতীয় পর্যায়ের আনলক পর্ব ১লা অগাস্ট থেকে শুরু করার কথা জানিয়েছে কেন্দ্র, জারি হয়েছে নির্দেশিকাও। এবারেও, স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কলেজ-সহ যেকোনও শিক্ষা প্রতিষ্ঠান ছাড়দেওয়া হয়নি। বন্ধ থাকবে সিনেমা হল, সুইমিং পুল, বিনোদন পার্ক, পানশালা, অডিটোরিয়াম। রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, বিনোদনমূলক, শিক্ষামূলক জমায়েতেও বহাল নিষেধাজ্ঞা।
এদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই, ৩১ আগস্ট পর্যন্ত রাজ্যে লকডাউন জারি থাকবে বলে ঘোষণা করেছেন। কনটেনমেন্ট জোনগুলিতে জারি থাকবে কড়াকড়িও। সংক্রমণের চেন ভাঙতে সপ্তাহে দু'দিন করে সম্পূর্ণ লকডাউন থাকবে। চলতি মাসে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১ আগস্ট সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য। ওই দিনগুলিতে দোকান, বাজার, অফিস সবই বন্ধ থাকবে।
জেনে নিন কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়-
- স্বাস্থ্য পরিষেবার সঙ্গে সংযুক্ত কাজকর্মে
- খোলা থাকবে ওষুধের দোকান।
- আইন সংক্রান্ত, দমকলের মতো জরুরি পরিষেবা মিলবে।
- বিদ্যুত্, জলের মতো জরুরি পরিষেবা।
- শিল্পক্ষেত্রে ইন-হাউস কর্মীদের নিয়ে কাজ চলতে পারে।
- কৃষিক্ষেত্রে, চা বাগানে কাজ হতে পারে।
- আন্তঃরাজ্য জিনিসপত্র পরিবহণে ছাড়।
- আরবিআই-এর বিধি অনুযায়ী ই-কমার্সের কাজ চলবে।
- সংবাদমাধ্যমের ক্ষেত্রে মিলবে ছাড়।
- রান্না করা খাবার হোম ডেলিভারি করা যাবে।
জেলাশাসক করোনা পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধ কঠোর করতে পারবেন বলেই জানিয়েছে নবান্ন। রাস্তায় বেরোলে অবশ্যই পরতে হবে মাস্ক। মানতে হবে সামাজিক দূরত্ব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊