Latest News

6/recent/ticker-posts

Ad Code

'বৌদির পাপড়' খেলেই হবেনা করোনা - ব্র্যান্ডেড 'পাঁপড়' লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী



WEB DESK NEWS: 

কর্ণাটকের ম্যাঙ্গালোরের কংগ্রেস নেতা রবিচন্দ্র গাট্টি আরও অদ্ভুত পরামর্শ দেন করোনা মোকাবিলায়। তিনি বলেন, ৯০ মিলি রামের সঙ্গে দু'টো ডিম পোচই পারে করোনাকে হার মানাতে। নেতামন্ত্রীদের একের পর পরামর্শ এবং কান্ড-কারখানায় হাসির রোল পড়েছে দেশজুড়ে। এবার নতুন যুক্ত হলো 'ভাবীজি পাঁপড়' । বাংলায় "বৌদির পাপড়"। 


করোনা মহামারীতে টালমাটাল অবস্থা গোটা ভারতের। এরই মধ্যে বাজারে ব্র্যান্ডেড 'পাঁপড়' (Papad) লঞ্চ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল (Arjun Ram Meghwal)। তাঁর দাবি, এই পাঁপড় করোনার (COVID-19) সঙ্গে লড়তে শরীরে অ্যান্টিবডি বাড়াতে সক্ষম।


একটি ভাইরাল ভিডিও ক্লিপে দেখা যায়, 'ভাবীজি পাঁপড়' লঞ্চ করে তার গুণাবলী নিয়ে আলোচনা করছেন। তিনি বলেন,  আত্মনির্ভর ভারত অভিযানের অধীনে তৈরি এই পাঁপড়। 


যদিও, ভিডিওটির সত্যতা যাচাই করে দেখা হয়নি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code