Latest News

6/recent/ticker-posts

Ad Code

মহান শিক্ষাব্রতী মহারাজাধিরাজ উদয় চাঁদ মহাদেবের ১১৬ তম জন্ম দিবসে তাঁর মূর্তি উন্মোচন


সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান ঃ 

১৯৫৫ সালের মহান শিক্ষানুরাগী বর্ধমানের শেষ মহারাজ ধীরাজ উদয়চাঁদ মহতাবের নামে প্রতিষ্ঠিত হয় এম ইউ সি উইমেন্স কলেজ। ১৯৫৫ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত কলেজ প্রাঙ্গণে কলেজ নামাঙ্কিত মহান শিক্ষানুরাগী মহারাজাধিরাজ উদয় চাঁদ মহাদেবের কোন মূর্তি না থাকায় ১৪ ই জুলাই সেই মহান শিক্ষাব্রতী মহারাজাধিরাজের ১১৬ তম জন্ম দিবসে তার মূর্তি উন্মোচন করা হয় তারই নামাঙ্কিত এম ইউ সি উইমেন্স কলেজে। 

মহিলা কলেজে প্রবেশদ্বারে এই মুহূর্তে উন্মোচন করেন বর্ধমান মহারাজধীরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজের পরিচালন কমিটির সভাপতি মাননীয় অধ্যাপক প্রভাত কুড়ি মহাশয়। যদিও এই মুর্তি উন্মোচনের ঘোষণা ছিল বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় তিনি না আসতে পারায় এই মূর্তি উন্মোচন করেন অধ্যাপক প্রভাত কুরি।

এছাড়া উপস্থিত ছিলেন মহারাজাধিরাজ উদয়চাঁদ উইমেন্স কলেজের প্রিন্সিপাল সুকৃতি ঘোষাল ,পরিচালন কমিটির সদস্য শ্রীধর ব্যানার্জি সহ অন্যান্যরা ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code