বিজেপি নেতা রাহুল সিনহা কে গ্রেপ্তারের দাবিতে বর্ধমানে এফ আই আর তৃণমূলের 

সঞ্জিত কুড়ি, বর্ধমান ঃ 

করোনা আবহের মাঝেই গতকাল অনুষ্ঠিত হয় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস। করোনার জেরে প্রতি বছরের মতো বিশাল জন সমাবেশ এড়িয়ে ভার্চুয়ালে পালিত হয় শহীদ দিবস। 

গতকাল তৃণমূলের 21 শে জুলাই শহীদ দিবসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেন বিজেপি নেতা রাহুল সিনহা। একজন মহিলার বিরুদ্ধে এই ধরনের কুরুচিকর মন্তব্য করার ফলে বিজেপি নেতা রাহুল সিনহার গ্রেপ্তারের দাবিতে আজ বর্ধমান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূল মহিলা কংগ্রেস।

বর্ধমান মহিলা তৃণমূল কংগ্রেসের সম্পাদিকা শঙ্করী দে জানান, রাহুল সিনহা দিদিকে বলেছেন যেখানে থেকে এসেছেন সেখানে ফিরে যান। এধরনের মন্তব্য করে মুখ্যমন্ত্রীকে অসম্মান করেছেন। তাই আমরা রাহুল সিনহার নামে এফআইআর করলাম। অবিলম্বে রাহুল সিনহাকে গ্রেফতার করতে হবে না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। 

দেখুন ভিডিও---