![]() |
pic: devdiscourse |
অযোধ্যা:
অযোধ্যায় তৈরি হচ্ছে রাম মন্দির। ভুমিপুজা আগামী ৫ই অগাস্ট, উপস্থিত থাকছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাম মন্দিরের পর এবার অযোধ্যায় তৈরি হবে মসজিদ, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে গঠিত হয়েছে ট্রাস্ট। উত্তরপ্রদেশ সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ড ইসলামিক কালচারাল ফাউন্ডেশন নামে ১৫ সদস্যের ট্রাস্ট গঠন হয়েছে বলে জানা গেছে।
গত বছরের নভেম্বরে অযোধ্যায় রাম মন্দির তৈরির পক্ষে রায় দেওয়ার পাশাপাশি মসজিদ তৈরির জন্য পাঁচ একর জমি দেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। অযোধ্যা থেকে ২০ কিলোমিটার দূরে রৌনাই টাউনশিপের মধ্যে ধান্নিপুর গ্রামে দেওয়া হয়েছে ওই ৫ একর জমি। সেই জমি গ্রহণ করেছে সুন্নি ওয়াকফ বোর্ড।
Uttar Pradesh Sunni Central Waqf Board creates Indo Islamic Cultural Foundation, a 15-member trust for building mosque & other facilities at the land allotted on Supreme Court's instructions in Ayodhya by UP Government. pic.twitter.com/8Qun5JNh1M
— ANI (@ANI) July 29, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊