একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের হাতে মোবাইল তুলে দিচ্ছে এক রাজ্য
ওয়েবডেস্কঃ
করোনা সংক্রমণের জেরে বন্ধ স্কুল- কলেজ। এমন পরিস্থিতিতে পড়াশুনা করার জন্য একমাত্র ভরসা অনলাইনেই। কিন্তু, যখন খাবারের খোঁজ বারবার মানুষকে ভাবিয়ে তোলে সেখানে স্মার্ট ফোনের কথা তো নেহাত স্বপ্ন দেখা। ফলে কোভিড ১৯ পরিস্থিতিতে অনলাইন ক্লাস করা হচ্ছে না বহু পরীক্ষার্থীর। সেইসব পরীক্ষার্থীর কথা চিন্তা করেই এবার তাঁদের ক্লাসের জন্য মোবাইল ফোন দেওয়ার ব্যবস্থা করছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং।
পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং জানিয়েছেন যে, তাঁর সরকার ৫০ হাজার স্মার্টফোন পেয়েছে, যা একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রীদের হাতে তুলে দেওয়া হবে। যেসব ছাত্রীর বাড়িতে স্মার্টফোন কেনার সামর্থ্য নেই, যারা ফোনের অভাবে কোভিড-১৯ পরিস্থিতিতে অনলাইন ক্লাস করতে পারছে না, তাদের হাতেই তুলে দেওয়া হবে ফোন।
পাশাপাশি। যেঁ ফোন গুলি দেওয়া হবে তা 'মেড-ইন-চায়না' নয় বলে জানিয়েছেন সরবরাহকারী কোম্পানি। অমরিন্দরের ঘোষণার সময় তাঁর সঙ্গে ছিলেন পঞ্জাব ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট বীরেন্দর ধিল্লোঁ ও তাঁর অনুগামীরা।
1 মন্তব্যসমূহ
This is really a nice and informative, containing all information and also has a great impact on the new technology. Check it out here:ajker mobile
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊