Latest News

6/recent/ticker-posts

Ad Code

রসনা পরিতৃপ্ত করতে মেট্রো ডেয়ারি নিয়ে এলো বাংলার অতিপ্রিয় আম দই এবং মিষ্টি দই


রসনা

একই সাথে মেট্রো দহি  নিয়ে এলো জমাট বাঁধানো টক  দই 


বাংলা তার মিষ্টি দইয়ের প্রতি ভালবাসার জন্য অতি পরিচিত এবং খাঁটি বাঙালি সংস্থা মেট্রো ডেয়ারি এখন  নিয়ে এলো জমাট বাঁধানো দই (সেট কার্ড ) এর সম্ভার। মিষ্টি প্রেমীদের রসনা প্রলুব্ধ  করতে নিয়ে আসছে মেট্রো আম দই এবং মেট্রো মিষ্টি দই

 

একই সাথে  সবার পছন্দের  টক দই (পাউচ ) - মেট্রো দহি কে, চলতে চলতে  খাওয়ার উপযুক্ত  প্যাকেজিং পরিবেশন করে বাজারে নিয়ে আসা হলো জমাট বাঁধা মেট্রো দহি  রূপে

 
মাটির পাত্র থেকে দই খাওয়ার অভ্যেস অক্ষুন্ন রাখতে চলার পথে খাওয়ার মতো সহজলভ্যতা বজায় রাখতে - দই দু'রকমের প্যাকেজে পাওয়া যাবে - একার জন্য সিঙ্গেল কাপ এবং অনেকের জন্য ফ্যামিলি সাইজ কাপ। সিঙ্গেল সাইজ কাপ এর ওজন ৮৫ গ্রাম এবং ফ্যামিলি সাইজ কাপের ওজন ৪০০ গ্রাম।   

 


মেট্রো সেট- কার্ড  অর্থাৎ মেট্রোর জমাট বাঁধা দই এর লঞ্চ উপলক্ষ্যে মেট্রো ডেয়ারির চিফ এগজিকিউটিভ, মার্কেটিং অ্যান্ড সেলস -ডেয়ারি শ্রী সঞ্জয় দুয়া বলেন, "মেট্রো বাংলার ঐতিহ্যশালী ব্র্যান্ড এবং মিষ্টি দই এই রাজ্যের এক অবিচ্ছেদ্য অঙ্গ। বাঙালিয়ানা আমাদের শিরায় শিরায় আর আমাদের প্রতিদিনের খাদ্যতালিকায় দই কতটা গুরুত্বপূর্ণ তা আমরা খুব ভালোভাবেই জানি। সেইজন্য, আমরা এমন প্যাকেজিংয়ে দই আনতে চেয়েছিলাম যা চলার সময় সহজেই খাওয়া যায়। আর এভাবেই জমাট বাঁধানো দই আনার ধারণাটি এলো। আমরা নিশ্চিত যে আমাদের বিভিন্ন ধরণের মিষ্টি দই এবং সাধারণ দই সর্বসাধারণের খুবই পছন্দের হয়ে উঠবে এবং তাঁদের প্রতিদিনের পুষ্টিকর খাবারের তালিকায় নিজের জায়গা করে নেবে।"


মেট্রো ডেয়ারি এর বিভিন্ন ধরনের দই এর মূল্য খুবই সাশ্রয়ী:

 

প্রকারভেদ 

সিঙ্গেল সাইজ কাপ (৮৫ গ্রাম )

ফ্যামিলি সাইজ কাপ (৪০০গ্রাম)

মেট্রো আম দই

১৫

উপলব্ধ নয় 

মেট্রো মিষ্টি দই

১৫

৬৫

মেট্রো দই

১০

৫০ 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code