দলের নবীনদের সামনের সারিতে এনে কয়েকদিন আগেই একুশের লক্ষ্যে সাংগঠনিক রদবদলে চমক দিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জাতীয় ও রাজ্যস্তরে মুখপাত্রদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। জাতীয় স্তরে ১২ জন ও রাজ্য স্তরে ২২ জন মুখপাত্রের নাম ঘোষণা করেছে তৃণমূল। এখন থেকে দলের তারাই কথা বলবেন। জাতীয় ও রাজ্যস্তরের মুখপাত্র এর তালিকায় অনেক নতুন মুখ এনেছে তৃণমূল। 

জাতীয় স্তরে মুখপাত্ররা হলেন- 
  • অমিত মিত্র 
  • ডেরেক ও’ব্রায়েন 
  • দীনেশ ত্রিবেদী
  • কাকলি ঘোষ দস্তিদার
  • মণীশ গুপ্ত 
  • নাদিম উল হক 
  • পার্থ চট্টোপাধ্যায় 
  • শশী পাঁজা
  • সৌগত রায় 
  • সুগত বসু 
  • সুখেন্দুশেখর রায় ও 
  • বিবেক গুপ্ত।
রাজ্যস্তরের মুখপাত্ররা হলেন- 
  • বিজয় উপাধ্যায় 
  • বিশ্বজিৎ দেব 
  • ব্রাত্য বসু 
  • সমীর চক্রবর্তী 
  • চন্দ্রিমা ভট্টাচার্য 
  • দেবাংশু ভট্টাচার্য 
  • দেবু টুডু 
  • দীনেশ বাজাজ 
  • কুণাল ঘোষ 
  • নয়না বন্দ্যোপাধ্যায় 
  • নির্বেদ রায় 
  • নুসরত জাহান রূহি
  • ওমপ্রকাশ মিশ্র 
  • পার্থ ভৌমিক 
  • রাজীব বন্দ্যোপাধ্যায়
  • শান্তনু সেন 
  • শিলভদ্র দত্ত 
  • সুব্রত মুখোপাধ্যায় 
  • সুদীপ রাহা 
  • সুপ্রিয় চন্দ
  • অরূপ চক্রবর্তী ও 
  • তাপস রায়।