দিনহাটায় চলছে পুরো লক ডাউন 

শুভাশিস দাশ এবং অরবিন্দ শর্মা, দিনহাটা : 

রাজ্য জুড়ে চলছে লক ডাউন । রাজ্যের সাথে সাথে আজ দিনহাটাতেও চলছে পূর্ণ লক ডাউন । সকালের দিকে দিনহাটা টেলিফোন এক্সচেঞ্জ মোড়ে কিছু সময়ের জন্য বাজার বসলে তা স্থানীয় মানুষজন উঠিয়ে দেয় । এলাকার পুলক বোস বলেন আমরা সচেতন না হলে এই রোগ প্রতিরোধ করা সম্ভব নয় ।