কয়েকদিন ধরেই খবরের হেড লাইনে ঘুরছে কংগ্রেস নেতা সচিন পাইলট। রাজস্থানে চলতি রাজনৈতিক সঙ্কটে বড় পদক্ষেপ নিল কংগ্রেস।
সচিন পাইলট-কে উপ-মুখ্যমন্ত্রীর পদ থেকে তো সরিয়ে দেওয়া হলই একইসঙ্গে সরিয়ে দেওয়া হল রাজস্থানের প্রদেশ কংগ্রেস সভাপতির পদ থেকেও। দলের শীর্ষ নেতা রাহুল ও প্রিয়ঙ্কা গাঁধীর বারংবার অনুরোধ সত্ত্বেও দলের উচ্চ-পর্যায়ের পরিষদীয় বৈঠকে হাজির না হওয়ার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কংগ্রেস।
পাশাপাশি, সরানো হল সচিনের সঙ্গে ৩ মন্ত্রীকেও।
পরিষদীয় দলের বৈঠকের পর মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘সচিনের জন্য কংগ্রেসের সব দরজা খোলা ছিল। সনিয়া গাঁধীও যোগাযোগের চেষ্টা করেছেন। বিজেপির ষড়যন্ত্রে সামিল হয়েছেন সচিন। বিজেপির সঙ্গে সামিল হয়ে সরকার ফেলার চেষ্টা করছেন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊