অরবিন্দ শর্মা, দিনহাটাঃ
লাগাতার অতি ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গ জুড়ে l তিস্তা, তোর্সা, কালজানী, রায়ঢাক, মানসাই ধরলা সব নদীর জল স্তর বেড়ে গেছে l নদী নিকটস্ত নীচু জায়গায় জল ঢুকে বানভাসি বহু মানুষ l এরকমই অবস্থা দিনহাটা ১নং ব্লকের গীতালদহ ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকা l
ধরলা পাড়ের বহু বাড়িতে জল ঢুকতে শুরু করেছে, বানভাসি হয়েছে বহু পরিবার l একে তো করোনা মহামারী তার উপর নদীর জল গ্রামে ঢুকতে শুরু করায় মহা বিপাকে পড়েছে দরিবসের বিস্তৃণ এলাকার মানুষ l
এই বানভাসি মানুষের সাহায্যে দিনহাটা থেকে ছুটে গেছেন দিনহাটার বিশিষ্ট চিকিৎসক ডাঃ অজয় মন্ডলl নৌকো করে চলে যান বানভাসি মানুষের পাশে l
গীতালদহ ২নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দরিবসের নগরটাড়ি, কাশিয়াবাড়ীর ৪৫০ টি পরিবারের হাতে তুলে দিলেন খাদ্য সামগ্রী l
চিকিৎসকের এই প্রয়াসে এগিয়ে আসেন গীতালদহ ২নং গ্রাম পঞ্চায়েতের মনসুর আলী ও জারি ধরলা গ্রামের পঞ্চায়েত সদস্য সাদ্দাম হক l
প্রতি বছর বর্ষায় এই সমস্ত এলাকায় ধরলা নদীর জল ঢুকে যায় প্লাবিত হয় বিস্তৃণ এলাকা l এলাকাবাসি চিকিৎসকের এই প্রয়াসে খুশি এবং চিকিৎসককে ধন্যবাদ জানান তাঁদের পাশে দাঁড়ানোর জন্য l
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊